Advertisement
Advertisement

Breaking News

CBFC

‘ঘুষ চাইছে সেন্সর বোর্ড’! বিস্ফোরক অভিনেতা-প্রযোজক, মোদির কাছে কড়া পদক্ষেপের আর্জি

কড়া পদক্ষেপের আশ্বাস সম্প্রচার মন্ত্রকের।

Government on Vishal’s corruption charge against censor board | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 29, 2023 3:34 pm
  • Updated:September 29, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “হিন্দি সেন্সর রাইটের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ চাইছে সেন্সর বোর্ড…!”, বিস্ফোরক অভিযোগ অভিনেতা-প্রযোজক বিশালের। যে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের কাছেও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তামিল তারকা।

বিশালের সাম্প্রতিক ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি রাইটের জন্যই নাকি বিশালের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা ঘুষ চেয়েছিল সেন্সর বোর্ড। সেন্ট্রাল ব্যুরো অফ ফিল্ম সার্টিফিকেশনর (Central Bureau of Film Certification) বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল তোলপাড়। প্রাক্তন সেন্সর বোর্ডের সদস্য তথা পরিচালক অশোক পণ্ডিতও ময়দানে নেমে সিবিআই তদন্ত দাবি করেছেন। চিঠি গিয়েছে বর্তমান CBFC-র প্রেসিডেন্ট প্রসূন যোশির কাছেও।

Advertisement

প্রসঙ্গত, তামিল বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘মার্ক অ্যান্টনি’। আর সেই অভূতপূর্ব সাড়া দেখেই নির্মাতারা সেই ছবিকে এবার হিন্দি ভাষায় রিলিজ করার পরিকল্পনা করেছিলেন। সেই প্রেক্ষিতেই রাইটসের জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন। তারপরই নাকি ঘুষ দেওয়ার আবদার এসেছে। সেই ঘটনার আদ্যোপান্ত বিবরণ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন বিশাল।

শোরগোল ফেলে দেওয়া ওই ভিডিওতে তামিল তারকাকে বলতে শোনা যায়, “সিনেমায় দুর্নীতির গল্প দেখা যায়। তবে সেটার ছায়া এবার বাস্তবেও। হজম করতে পারছি না। তাও আবার সরকারি অফিসে। মুম্বইয়ের CBFC অফিসে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি রাইটসের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। ৩ লক্ষ টাকা স্ক্রিনিংয়ের জন্য। আর সাড়ে ৩ লক্ষ টাকা সার্টিফিকেটের জন্য। আমার গোটা কেরিয়ারে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা দেখিনি। একনাথ শিণ্ডে, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি কড়া পদক্ষেপের জন্য। ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এরক ঘটনা না ঘটে। আমার রক্ত জল করা কষ্টের টাকা দুর্নীতিতে গেল। আশা করি সত্যির উন্মোচন হবেই।”

[আরও পড়ুন: ‘শাহরুখের সঙ্গে পাঙ্গা নিও না’! ‘সালার’ নিয়ে আগেভাগেই প্রভাসকে সতর্কবাণী বিশেষজ্ঞদের]

সেন্সর বোর্ডের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এবার প্রতিক্রিয়া এল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফেও। বলা হয়েছে, “CBFC-র অন্দরে এমন দুর্নীতির ঘটনা খুবই দুর্ভাগ্য়জনক। সরকার কোনওরকম দুর্নীতির সঙ্গে আপোস করবে না। যে বা যাঁরা এর সঙ্গে যুক্ত, তাদের কড়া শাস্তি দেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ এক কর্মচারীকে ইতিমধ্যেই মুম্বইয়ের CBFC-র সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তদন্তের জন্য।”

[আরও পড়ুন: ‘অভিনেতারা রাজনীতিতে এলে বেশি নজরে থাকে’, ‘রক্তবীজ’ মুক্তির আগে অকপট মিমি চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement