Advertisement
Advertisement

Breaking News

Tollywood

টলিউড সেলেবদের সংসার যেন তাসের ঘর! পরিস্থিতি দেখে ভয় গৌরব-দেবলীনার?

টলিপাড়ায় ভাঙনের সুরে কী বলছেন তারকাদম্পতি?

Gourab Chatterjee, Devlina Kumar worried about divorce rumors in Tollywood
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2024 7:41 pm
  • Updated:July 28, 2024 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একের পর এক বিয়ে ভাঙার গুঞ্জন। যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ফাটলের জল গড়িয়েছে বহুদূর! দুজনের কেউই আনুষ্ঠিকভাবে ঘোষণা না করলেও নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং তাঁর সমর্থনে তারকা বন্ধুদের পোস্টই সেই জল্পনায় অন্য মোড় এনেছে। এসবের মাঝেই আবার ঋষি কৌশিকের সোশাল মিডিয়ায় দাম্পত্য যন্ত্রণার কথা। ওদিকে সম্প্রতি অর্জুন চক্রবর্তীর সঙ্গেও তাঁর স্ত্রীয়ের দূরত্ব নিয়ে কানাঘুষো কম হয়নি! যদিও অর্জুনপত্নী সৃজা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, ‘সম্পর্কেরা দিব্যি নিশ্চিন্তে রয়েছে ঠিক জায়গায়।’ আর এতসব ভাঙনের খবর দেখেশুনেই কি ভয় পাচ্ছেন টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল গৌরব-দেবলীনা?

তারকাদম্পতির সোশাল মিডিয়ায় ভালোবাসার ফ্রেমবন্দি মুহূর্তদের ভিড় সবসময়ে। উঁকি দিলেই দেখা যায়, একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানোর সব স্পেশাল মুহূর্ত। যদিও একে-অপরকে সম্পর্কে ‘স্পেস’টুকু দেন। তবে দুই বিপরীত মেরুর মানুষ হয়েও চারটে বসন্ত একসঙ্গে কাটিয়ে দিয়েছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। অভিনেত্রী যতটা প্রাণোচ্ছ্বল, অভিনেতা ততোটাই শান্ত। বিপরীত দুই মেরু একে-অপরকে আকৃষ্ট করার থিওরিতেই বিশ্বাসী তাঁরা। তবে সম্প্রতি তাসের ঘরের মতো সেলেবদের সংসার ভাঙার খবরে তাঁদেরও মন খারাপ।

Advertisement

[আরও পড়ুন: নতুন কাজের খবর দিতেই ঋষি কৌশিকের ‘ডিভোর্স গিমিক’? জল্পনা তুঙ্গে, শুনলেন খোঁটাও!]

এপ্রসঙ্গে, গৌরব সংবাদমাধ্যেমের কাছে জানিয়েছেন, যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর শুনে তাঁরাও কষ্ট পেয়েছেন। তাঁর কথায়, আসলে যাঁদের অনুপ্রেরণা বলে মনে করা হয়, তাঁদের জীবনে খারাপ কিছু ঘটলে অন্যরকম অনুভূতি হয়। মন খারাপ হয়। তাই এই ভাঙনের খবরগুলোও দেবলীনা এবং গৌরবকে বিচলিত করে তুলেছে। ভয় পাচ্ছেন। যদিও তাঁরা নিজেরা নিজেদের মতো করে ভালো থাকার রসদ খুঁজে নিয়েছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন গৌরব-দেবলীনা। মহানায়কের বাড়ির বউমা হিসেবে দেবলীনাকেও কর্তব্য পালন করতে দেখা যায়। কেরিয়ারের পাশাপাশি সাংসারিক দায়-দায়িত্বও দেবলীনা কুমার দিব্যি পালন করেন। তবে ভবিষ্যতে যদি কোনওদিন তাঁদের মধ্যে এমন অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তাঁরা সেটাকে কীভাবে সামাল দেবেন, সেটা আলোচনা করে রেখেছেন।

[আরও পড়ুন: মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা রণবীর কাপুরের, কী মিল পেলেন প্রধানমন্ত্রী আর বাদশার মধ্যে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement