Advertisement
Advertisement
আমির আজিজ

‘লাঠি-গুলি সব মনে রাখব’, ‘পিংক ফ্লয়েড’ সদস্যের মুখে জামিয়ার ছাত্রের CAA বিরোধী গান

পাটনার ছেলে আজিজের প্রশংসা করে বললেন, “এই ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।” দেখুন ভিডিও।

Gorge Roger Waters reads young poet Amir Aziz’s Anti CAA poem
Published by: Sandipta Bhanja
  • Posted:February 27, 2020 4:18 pm
  • Updated:February 27, 2020 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া প্রথাবিরোধী গান শোনানো অন্যতম কিংবদন্তী ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। সেই ব্যান্ডের সদস্য রজার ওয়াটার্সের গলাতেই আজ ভারতের নাগরিকপঞ্জী আইন বিরোধী কবিতা। বিশ্ব সমক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী কবিতা পাঠ করলেন রজার। যার পুরো কৃতিত্বটাই অবশ্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের। কারণ এই কবিতা আজিজেরই লেখনী। রজার শুধু ভারতের নাগরিকপঞ্জী আইন বিরোধী কবিতাই পাঠ করলেন না, আজিজের প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে বললেন, “এই ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।” 

কারারুদ্ধ সাংবাদিক উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়েছিল। সেই সভাতেই বিখ্যাত রক ব্যন্ড ‘পিংক ফ্লয়েড’-এর অন্যতম সদস্য রজার ওয়াটার্স পাঠ করলেন আমিরের লেখা কবিতা। বিশ্বদরবারে সামনে গর্জে উঠল- “তুমহারি লাঠিও অউর গোলিও সে জো কাতিল হুয়ে হ্যায়.. সব ইয়াদ রাখা জায়েগা…।” প্রসঙ্গত, নাগরিকপঞ্জী আইনকে বিশিষ্টজনেদের একাংশ ‘ফ্যাসিবাদী’ বলেও আখ্যা দিয়েছেন। এবার এক আন্তর্জাতিক সংগীতশিল্পী মোদি সরকারের সেই আইনকেই ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েই কবিতা পাঠ করলেন।

Advertisement

[আরও পড়ুন: “দিল্লিতে কী হচ্ছে বিজেপি আইটি সেল একটু বলবেন?” তোপ অনির্বাণ ভট্টাচার্যের]

‘সব কুছ ইয়াদ রাখা জায়েগা’ অর্থাৎ সবকিছুই মনে রাখা হবে- কবিতাটির ছত্রে ছত্রে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথা বলেছে। লন্ডনের প্রতিবাদ সভায় আজিজকে ভারতের তরুণ কবি এবং সমাজকর্মী হিসেবে পরিচয় দিলেন রজার। “ভারতে মোদী সরকারের ‘ফ্যাসিবাদ’ এবং ‘বর্ণবৈষম্যমূলক’ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজিজ লড়ছেন” বলেও মন্তব্য করেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার। ‘ম্যায় ইনকার করতা হুঁ’ এবং ‘সব কুছ ইয়াদ রাখা জায়েগা’ আজিজের লেখা এই দুই কবিতা মূলত পুলিশের হাতে আক্রান্ত ছাত্রসমাজ এবং নাগরিকপঞ্জী আইন বিরোধিতার কথাই বলে। জন্মসূত্রে পাটনার ছেলে আমির আজিজ। এবার তাঁরই কবিতা পাঠ হল লন্ডনের এক প্রতিবাদ সভায়।

[আরও পড়ুন: ‘দেশে এখনও কেন হিন্দু-মুসলিম হানাহানি?’, দিল্লি নিয়ে টুইট তরজা চেতন-অনুপমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement