সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভেবেচিন্তে মন্তব্য করার পরামর্শ দিলেন সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বহেল৷ দিনকয়েক আগেই সোনালি মারা গিয়েছেন বলেই টুইট করেছিলেন বিজেপি বিধায়ক রাম কদম৷ পরে যদিও ওই টুইটের জন্য তিনি ক্ষমাও চান৷ কিন্তু বিধায়কের ক্ষমা প্রার্থনায় মন গলেনি গোল্ডির৷ তার প্রত্যুত্তরেই একটি টুইট করেন তিনি৷
চলতি বছরই হাই গ্রেড ক্যানসার ধরা পড়ে সোনালি বেন্দ্রের৷ অসুস্থতার কথা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর অনুগামীদের জানান অভিনেত্রী৷ আপাতত চিকিৎসার জন্য টেমসের তীরে লন্ডনেই রয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় দর্শকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছেন সোনালি৷ শারীরিক অবস্থা কেমন আছে, তা বারবার জানিয়েছেন একসময়ের দাপুটে অভিনেত্রী৷ চিকিৎসার জন্য চুল কাটার কথা যেমন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তেমনই আবার উইগ পরা লুকও অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি তিনি৷ একসময় নিজের রূপ ও দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোনালি৷ এখন আর রূপোলি পর্দায় ধরা না দেওয়ায়, দর্শকদের মনে শূন্যতা রয়েছে যথেষ্টই৷ তবে সোশ্যাল মিডিয়ায় আপডেটেড সোনালির সঙ্গে দূরত্ব সেভাবে তৈরি হয়নি অনুরাগীরা৷
ক্যানসার যোদ্ধা সোনালির শারীরিক অবস্থা নিয়ে যেমন অনুরাগীরা উদ্বিগ্ন৷ ঠিক তেমনই উদ্বিগ্ন বিজেপি বিধায়ক রাম কদম৷ দু-তিনদিন আগে আচমকাই সোনালির মৃত্যুসংবাদ টুইট করেন তিনি৷ বেশ দুঃখ প্রকাশও করেন৷ এরপর যদিও মৃত্যুসংবাদ যে ভুল ছিল তা জানিয়ে দেন ওই বিধায়ক৷ দ্রুত আরোগ্য কামনা করে পালটা টুইটও করেন তিনি৷
About Sonali Bendre ji It was rumour . Since last two days .. I pray to God for her good health & speedy recovery
— Ram Kadam (@ramkadam) September 7, 2018
এই ঘটনাতেই দুঃখ পেয়েছেন সোনালির স্বামী গোল্ডি বহেল৷ টুইটে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় না ভেবে কোনও মন্তব্য করা অনুচিত৷ সোনালির পরিচিতরা এই টুইটে দুঃখ পেয়েছেন বলেও জানান তিনি৷
I appeal to all to please use social media more responsibly. Let us not believe in rumours and spread them, unnecessarily hurting the sentiments of those involved. Thank you.
— goldie behl (@GOLDIEBEHL) September 8, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.