Advertisement
Advertisement
Golden Globes 2025

গোল্ডেন গ্লোবসে বাজিমাত ‘এমিলিয়া পেরেজ’-এর, সেরার সেরা কারা? একনজরে তালিকা

Golden Globes 2025: 'এমিলিয়া পেরেজ'-এর পাশাপাশি তাক লাগাল 'দ্য ব্রুটালিস্ট'।

Golden Globes 2025: Fernanda Torres to Adrien Brody, here's full winners list
Published by: Sandipta Bhanja
  • Posted:January 6, 2025 10:12 am
  • Updated:January 6, 2025 10:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে ৮২তম গোল্ডেন গ্লোবস (Golden Globes 2025) অনুষ্ঠিত হচ্ছে। সেরার সেরা তালিকায় একাধিক পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা মোশন পিকচারস, সেরা অভিনেত্রী বিভাগের পাশাপাশি একাধিক বিভাগে পুরস্কৃত জ্যাকওয়াস অডিয়ার্ড পরিচালিত সিনেমা। এছাড়াও তাক লাগাল ব্র্যাডি কর্বেটের ‘দ্য ব্রুটালিস্ট’। এবারের গোল্ডেন গ্লোবস-এ বাজিমাত করে সেরার সেরা কারা? একনজরে দেখে নিন তালিকা।

গোল্ডেন গ্লোবস ২০২৫

Advertisement

সেরার সেরা কারা?

সেরা ছবি (ড্রামা): দ্য ব্রুটালিস্ট
সেরা ছবি (মিউজিক্যাল, কমেডি): এমিলি পেরেজ

এমিলিয়া পেরেজ
এমিলিয়া পেরেজ

সেরা নন ইংলিশ ফিল্ম: এমিলি পেরেজ
সেরা অ্যানিমেটেড ছবি: ফ্লো
সেরা পরিচালক: ব্র্যাডি কর্বেট (দ্য ব্রুটালিস্ট)
সেরা অরিজিনাল স্কোর: চ্যালেঞ্জার্স
সেরা টিভি সিরিজ- শোগুন
সেরা অরিজিনাল গান: এল মাল, (এমিলি পেরেজ)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: উইকড

দ্য ব্রুটালিস্ট

সেরা অভিনেত্রী (ফিল্ম): ফার্নান্দা টোরেজ (আই অ্যাম স্টিল হেয়ার)
সেরা অভিনেতা (ফিল্ম): অ্যাড্রিয়া ব্রুডি, (দ্য ব্রুটালিস্ট)

সেরা সহ-অভিনেত্রী (ফিল্ম): জোয়ি সালদানা (এমিলি পেরেজ)
সেরা সহ-অভিনেতা (ফিল্ম): কিয়েরান কালকিন (আ রিয়্যাল পেইন)

সেরা সহ-অভিনেত্রী (টিভি): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা সহ-অভিনেতা (টিভি): হিরোয়ুকি সানাদা (শোগুন)
সেরা স্ক্রিনপ্লে মোশন ছবি: পিটার স্ট্রাগান, (কনক্লেভ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement