সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত তাঁর পছন্দের দেশ। একাধিকবার ভারত সফরে এসে কখনও জয়পুরের রাজকীয় অতিথি আপ্যায়ণে মেতেছেন, আবার কখনও বা গোয়ার সমুদ্র সৈকতে উল্লাসে মেতেছেন। আবার শাহরুখ খানের নায়িকা হওয়ার ইচ্ছেপ্রকাশও করেছেন নিকোল কিডম্যান (Nicole Kidman)। এবার গোল্ডেন গ্লোবসের (Golden Globe Awards 2025) লাল গালিচায় ভারতীয় আদব-কায়দায় মন ছুঁলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী।
সোমবার লস অ্যাঞ্জেলসের ব্রেভারলি হিলসে ৮২ তম গোল্ডেন গ্লোবস অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানের লাল গালিচাতেই ‘হ্যালো’ বলে উপস্থিত সকলকে অভিবাদন জানানোর পরই করজোরে নমস্কার করে ‘নমস্তে’ বলতে শোনা যায় নিকোল কিডম্যানকে। ভারতীয় সংস্কৃতির প্রতি হলিউড অভিনেত্রীর এহেন হৃদ্যতা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। নিকোলের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরালও হয়েছে। সেখানেই দেখা গেল, ওয়ান শোল্ডার শিমারি গাউনে মুক্তোঝরা হাসি দিয়ে লাল গালিচায় হাজির নিকোলে কিডম্যান। প্রথমে চুমু ছুড়ে তার পর হাতজোড় করে ‘নমস্তে’ বললেন দর্শক-অনুরাগীদের উদ্দেশে। আর সেই মুহূর্তেই অনুষ্ঠানের সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন তিনি। যা দেখে মন গলেছে ভারতীয়দের। নেটপাড়ার একাংশের কথায়, ‘ভারতীয়দের একাংশ যখন পশ্চিমী আদবকায়দা আত্মস্থ করতে ব্যস্ত, তখন নিকোল কিডম্যানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন অভিনেত্রী ভারতীয় সংস্কৃতি তুলে ধরলেন বিদেশের মাটিতে। তাও আবার গোল্ডেন গ্লোবসের মতো সম্মানীয় অনুষ্ঠানে।’
‘বেবি গার্ল’ সিনেমার জন্য চলতি বছর মোশন পিকচারস-এর সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন নিকোল কিডম্যান। সংশ্লিষ্ট বিভাগে অ্যাঞ্জেলিনা জোলি, পামেলা আন্ডারসন, কেট উইনসলেট, ফার্নান্দা টোরেজ, টিলডা সুইটনের মতো তাবড় অভিনেত্রীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিলেন তিনি। যদিও সিনেমায় ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার অধারাই রয়ে গেল তাঁর, তবে হাসিমুখে একটা ‘নমস্তে’র জোরেই ভারতীয়দের মন জিতে নিয়েছেন নিকোল কিডম্যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.