সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন (Harish Magon)। ‘গোলমাল’, ‘চুপকে চুপকে’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পরে অভিনয় শেখানোর প্রতিষ্ঠানও খুলেছিলেন। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মুম্বইয়ের সিনে ও টিভি আর্টিস্টের পক্ষ থেকে জানানো হয় তাঁর মৃত্যুর খবর।
মুম্বইয়েই জন্ম হরিশ মাগোনের। পুণের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করার পর বলিউডে কেরিয়ার শুরু করেন তিনি। আট ও নয়ের দশকের বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন হরিশ মাগোন। ‘গোলমাল’, ‘চুপকে চুপকে’র পাশাপাশি ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘নমক হালাল’, ‘শাহেনশা’র মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
শেষ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘উফ ইয়ে মহব্বত’ সিনেমায় দেখা গিয়েছিল হরিশ মাগোনকে। শোনা যায়, তারপরই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। জুহুতে ‘হরিশ মাগোন অ্যাক্টিং ইনস্টিটিউট’ খুলেছিলেন তিনি। সেখানেই অভিনয় শেখাচ্ছিলেন।
CINTAA expresses its condolences on the demise of Harish Magon
(Member since JUNE. 1988)
.#condolence #condolencias #restinpeace #rip #harishmagon #condolencemessage #heartfelt #cintaa pic.twitter.com/qMtAnTPThX— CINTAA_Official (@CintaaOfficial) July 1, 2023
কী কারণে হরিশ সালভের মৃত্যু, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতা ছিল অভিনেতার। তার জেরেই হাসপাতালে ভরতি ছিলেন। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিনেতার মৃত্যুতে শোকাহত অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.