সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। ফের একবার অ্য়াকাডেমির মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্য়ে রয়েছে এ বছরের সবচেয়ে বিতর্কিত দ্য কেরালা স্টোরি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।
ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল দ্য় কেরালা স্টোরি। ছবি মুক্তির পর তো রীতিমতো ঝড় ওঠে দেশে। এমনকী, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এই ছবিকে।
শুধু ‘দ্য় কেরালা স্টোরি’ নয়, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিষেক বচ্চন অভিনীত পরিচালক আর বাল্কির ‘ঘুমর’ও রয়েছে তালিকায়। নাম শোনা যাচ্ছে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবিরও। নাম এসেছে রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’ ছবিরও। রয়েছে বেশ কিছু দক্ষিণী ছবিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.