Advertisement
Advertisement

Breaking News

Gehana Vasisth Controversy

মাত্র ২০ হাজার টাকায় মডেলদের নগ্ন ভিডিও শুট, অভিনেত্রীকে জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য

রবিবারই মধুচক্র চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী গেহনা বশিষ্ঠ।

Gehana Vasisth Controversy: Victims Claim That They Were Forced To Do ‘Bold’ Scenes | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 9, 2021 4:21 pm
  • Updated:February 9, 2021 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতিমতো মধুচক্র চালাতেন মডেল অভিনেত্রী গেহনা বশিষ্ঠ (Gehana Vasisth)।  তিন মডেলকে জেরা করে নাকি এমনই  তথ্য পেয়েছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। শোনা গিয়েছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে উঠতি মডেলদের দিয়ে পর্ন ভিডিও শুট করতে বাধ্য করা হত। তাঁদের নগ্ন ছবি তুলে নির্দিষ্ট ওয়েবসাইটে বিক্রি করা হত।  
গত সপ্তাহেই গেহনা বশিষ্ঠের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অভিনেত্রীকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গেহনা ছাড়াও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গী রোয়া খান, ফটোগ্রাফার মনু শর্মা, অভিনেতা ভানু ঠাকুর, অরিশ শেখ এবং ক্রিয়েটিভ ডিরেক্টর প্রতিভা নালাওয়াড়েকে। অভিযোগ, একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ওই ওয়েবসাইটে মডেলদের নগ্ন ভিডিও এবং ছবি আপলোড করা হত। মাসে ২০০০ টাকার সাবস্ক্রিপশন নিলেই সেই সব ছবি ও ভিডিও দেখা যেত। প্রায় ৪ লক্ষ সাবস্ক্রিপশন রয়েছে ওই সাইটটিতে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী। গেহনার অভিযোগ, ফাঁসানো হয়েছে তাঁকে।

[আরও পড়ুন: প্রয়াত ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর, বলিউডে শোকের ছায়া]

কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন গেহনা বশিষ্ঠ। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ৭০টি বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশনে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্চালক হিসেবে। স্টার প্লাসের ‘বেহনে’ (Behenein) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এমটিভি’তেও সঞ্চালনার দায়িত্ব সামলেছেন গেহনা। মুম্বইয়ের গ্ল্যামারের জগতে গেহনার পরিচিতি বাড়ে ২০১২ সালে মিস এশিয়া বিকিনি প্রতিযোগিতা জেতার পর থেকে। ‘ফিল্মি দুনিয়া’ ছবির মাধ্যমে সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর একাধিক হিন্দি ও তেলুগু ছবিতে অভিনয় করেছেন। অল্ট বালাজির ‘গন্দি বাত’ (Gandi Baat) সিরিজের তৃতীয় মরশুমে স্বাতীর চরিত্রে অভিনয় করেছেন গেহনা। OTT প্ল্যাটফর্ম ‘উল্লু’র দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। কীভাবে পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে পড়লেন অভিনেত্রী? এর নেপথ্যে কে বা কারা রয়েছে? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা চালাচ্ছেন অফিসাররা।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কে ফাটল? বন্ধুত্ব ও সততা নিয়ে মিমি-নুসরতের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement