Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘মুসলিম হয়ে…’, শাহরুখ খানকে খুন করে ফেলতেন স্ত্রী গৌরীর ভাই! কেন এই বিদ্বেষ?

শ্যালকের হাতে প্রায় খুন হতে গিয়ে বেঁচে যান শাহরুখ খান!

Gauri Khan’s brother had murder on his mind whenever saw Shah Rukh Khan | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2024 1:44 pm
  • Updated:January 3, 2024 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম হয়ে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়েকে বিয়ের দুঃসাহস! শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রায় খুনই করে ফেলতেন শ্যালক। স্ত্রী গৌরী খানের পরিবার কিছুতেই মেনে নিতে পারেননি কিং খানকে। প্রথমটায় হিন্দু নাম নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও পরে পুরোটা ফাঁস হয়ে যায়। শেষমেশ মেয়ে গৌরীর (Gauri Khan) প্রেমের কাছে হার মানতে হয় সকলে। কিন্তু তাঁর ভাইয়ের প্রথম থেকেই শাহরুখ খানকে পছন্দ ছিল না।

কিং খানকে যখনই দেখতেন, তখন পারলে খুন করে দেন প্রায় বিক্রান্ত ছিব্বড়! এক সাক্ষাৎকারে গৌরী নিজেই ফাঁস করেন সেকথা। জানান, “আমার ভাই দারুণ একজন মানুষ। বেশ উদার। কিন্তু, যখনই শাহরুখকে দেখত, তখনই ওঁর মুগ রাগে লাল হয়ে যেত। আসলে বিক্রান্ত আমার ব্যপারে ভীষণই পসেজিভ। মনে মনে যে কতবার শাহরুখকে খুন করে ফেলেছিল, তার ইয়ত্তা নেই!”

Advertisement

[আরও পড়ুন: আমিরকন্যা ইরার বিয়ের দায়িত্ব নিলেন সলমন? নিজের বাংলোয় বিরাট আয়োজন ভাইজানের]

শাহরুখ-গৌরী

শুধু তাই নয়, শাহরুখকে ধরে মারার হুমকিও দেন বিক্রম। তবে কিং খান কোনওদিনই শ্যালকের এহেন আচরণের পালটা কোনও প্রত্যুত্তর করেননি। কারণ, হাজার হলেও স্ত্রীয়ের ভাই। শাহরুখকে মেনে নিতে ৪ বছর সময় লেগেছিল গৌরী খানের ভাই বিক্রম ছিব্বড়। বাদশাপত্নী নিজেই সেকথা ফাঁস করেন ফিল্মফেয়ার-এর এক সাক্ষাৎকারে।

[আরও পড়ুন: রাজস্থানের রাস্তায় স্কুটিতে অরিজিৎ, জয়সলমেরেও জিয়াগঞ্জের মেজাজে গায়ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement