সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন-অযোগ্য ধারায় এফআইআর (FIR) দায়ের শাহরুখ-পত্নী গৌরী খানের (Gauri Khan) বিরুদ্ধে। গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা কীরাত যশবন্ত শাহ। তাঁর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে ফ্ল্যাট পাননি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার থেকে ফ্ল্যাট কেনেন তিনি। ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী গৌরী খান।
মুম্বইবাসী যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও লখনউয়ের (Lucknow) ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। যা ২০১৬ সালের মধ্যে হস্তান্তরের কথা ছিল। এর পরিপ্রেক্ষিতেই ফ্ল্যাট নির্মাণ সংস্থার দুই শীর্ষ কর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির এবং গৌরীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন তিনি।
লখনউয়ের গলফ সিটি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেছেন যশবন্ত। যা জামিন-অযোগ্য ধারা। যশবন্তের দাবি, ২০১৫ সালে গৌর খানের একটি বিজ্ঞাপন দেখেই তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ফ্ল্যাট কিনতে আগ্রহী হয়েছিলেন তিনি। অতএব, বিশ্বাসভঙ্গের দায় তাঁর উপরেও বর্তায়। সেই কারণেই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
দীর্ঘদিন পরে বক্স অফিসে সুপারহিট শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। এক হাজার কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এর মধ্যেই গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হল। উল্লেখ্য, এর আগে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। যদিও পরে বেকসুর খালাস পান আরিয়ান। সেই ঘটনার পরে ফের আইনি জটিলতায় পড়ল খান পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.