সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষাটের ‘যুবকে’র মন জুড়ে এখন শুধুই ছেচল্লিশের ‘তন্বী’!আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন আমির-গৌরী। সমস্ত লুকোছাপা শেষে সদ্যই নিজের জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে এনেছেন মিস্টার পারফেকশনিস্ট। আর পরিচয়ের ফাঁকে যেন বোমা ফাটালেন অভিনেতা। সৌন্দর্যের মাপকাঠিতে এক বলিতারকার থেকে নতুন প্রেমিকাকে বেশ কয়েকগুণ এগিয়ে রাখলেন আমির।
বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। পঁচিশ বছরের বন্ধু তাঁরা। ভালো বন্ধু হলেও ‘দিল চাহাতা হ্যায়’ এবং ‘লাগান’ ছবি দুটি দেখেছেন গৌরী। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। আমিরের মনে হয়, গৌরীর সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব। আবার গৌরী বরাবর ভদ্র, নরম মনের মানুষকে চাইতেন। তাই দুজনের জীবনের গতিপথ মিলে যেতে বিশেষ সময় লাগেনি। তবে প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০ তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে নাকি সকলের সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। জানা গিয়েছে, গৌরীর সঙ্গে আমিরের পরিবারের সকলের বেশ সুসম্পর্ক রয়েছে।
সকলের সঙ্গে আলাপ করানোর সময় মিস্টার পারফেকশনিস্ট বলেন, “আমি মনে করি এটাই দারুণ অনুষ্ঠান সকলের সঙ্গে গৌরীকে দেখা করানোর। এছাড়া আমরাও আর লুকিয়ে রাখতে চাইছিনা। ও গতরাতে (১৩ মার্চ, ২০২৫) শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে দেখা করেছে।” রিনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর কেন গৌরীর প্রেমে পড়লেন আমির, সে কারণও ব্যাখ্যা করেন। বলেন, “আমির আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের থেকেও সুন্দরী। ওর সঙ্গে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। জুনেইদ, ইরা সকলেই গৌরীকে চেনে। ওঁরা খুশি গৌরীকে পেয়ে। গৌরীও একটি ছয় বছরের সন্তানের মা।” তৃতীয় নিকাহ্ কী সারবেন আমির, এই প্রশ্নের জবাব পেতে অবশ্য সকলকেই অপেক্ষা করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.