Advertisement
Advertisement

Breaking News

Gaurav Ridhima

টলিপাড়ায় ফের করোনার ছোবল, এবার কোভিড পজিটিভ তারকা দম্পতি গৌরব-ঋদ্ধিমা

কোভিডের কারণে কিছুদিন আগেই মাকে হারিয়েছেন ঋদ্ধিমা।

Gaurav Chakrabarty and Ridhima Ghosh are COVID-19 positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 9, 2021 1:56 pm
  • Updated:May 9, 2021 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের করোনার (Corona Virus) থাবা। এবার কোভিড পজিটিভ অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন গৌরব।

নিজের পোস্টে সব্যসাচীপুত্র জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে তাঁদের পুরো পরিবার বিধ্বস্ত। কিছুদিন আগেই কোভিডের কারণে নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। সেই ঘটনার কয়েকদিন পরই আবার গৌরবরা নিজেদের দিদাকে হারান। কোভিড (COVID-19) পজিটিভ ঋদ্ধিমার বাবাও। কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। অক্সিজেন দিতে হয়েছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান গৌরব। তারপরই নিজের ও ঋদ্ধিমার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। কেন এই কথা জানিয়েছেন? তাঁর উত্তরও নিজের পোস্টে জানিয়েছেন গৌরব। অভিনেতার মতে, এখন অনেকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁরা যে একা নন সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। কঠিন এই সময় কেটে যাবে বলেই মত গৌরবের। টলিপাড়ার তারকা যুগলের অরোগ্য কামনা করেছেন অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: কোভিড মোকাবিলায় তৎপরতা, শপথ নিয়েই কাজে হাত দিলেন তারকা বিধায়ক রাজ ]

করোনার দ্বিতীয় পর্বে টলিপাড়ার অনেকেই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, ঋতব্রত মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, চৈতি ঘোষাল। তবে প্রত্যেকেই এখন করোনামুক্ত বলেই খবর।  রবিবার মা, বাবা-সহ নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বাংলা টেলিভিশনের তারকা রণিতা দাস। 

করোনা ছোবল থেকে রেহাই পায়নি বলিউডও। ইতিমধ্যেই অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ,  সোনু সুদের মতো একগুচ্ছ তারকা মারণ ভাইরাসকে হারিয়েছেন। তবে অনেকে প্রাণও হারিয়েছেন। মঙ্গলবার বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’ ছবির টিজার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইয়ের করোনা পরিস্থিতির জন্য সেই পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক করণ জোহর (Karan Johar)।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, নিউমোনিয়া নিয়ে ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement