Advertisement
Advertisement

Breaking News

Gauahar Khan

স্পষ্ট বেবিবাম্প, খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

অভিনেত্রীর আত্মবিশ্বাসে মুগ্ধ প্রায় সকলেই।

Gauahar Khan flaunted her baby bump at the ramp
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2025 3:54 pm
  • Updated:April 13, 2025 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে ভিন্ন স্টাইলের শাড়ি। পায়ে স্টিলেটো। স্পষ্ট বেবিবাম্প। মার্জার সরণিতে ঝড় তুললেন দ্বিতীয়বার মা হতে চলা গওহর খান। অভিনেত্রীর আত্মবিশ্বাসে মুগ্ধ প্রায় সকলেই।

Advertisement

টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহর খান। তবে বিয়ের পর থেকেই বলিউডি লাইমলাইটের থেকে শতহস্ত দূরে তিনি! সিরিয়াল হোক কিংবা সিনেমা-সিরিজ, অভিনেত্রীকে সেভাবে আর দেখা যায় না। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার পর তাঁর ব়্যাম্পের ক্যাটওয়াক নজর কেড়েছে।

প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাঁদের আলাপ হয়। বন্ধুত্ব প্রেম জমে ওঠে। অবশেষে গওহরকে বিয়ের প্রস্তাব দেন জায়েদ দরবার। গওহর খানের থেকে বয়সে ৮ বছরের ছোট তিনি। ২০২০ সালের নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। নিকাহ হয় ২৫ ডিসেম্বর। তেইশ সালের মে মাসে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী।

মা হিসেবে বর্তমানে দায়িত্ব বেড়েছে। ছেলে জেহানই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। সদ্য হাঁটতে, কথা বলতে শিখেছে সে। সম্প্রতি স্বামী জায়েদ দরবারের সঙ্গে খুনসুটিতে ভরা রোম্যান্টিক ভিডিও পোস্ট করেন গওহর। দ্বিতীয়বার মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। যেখানে জসসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে দেখা গেল দু’জনকে। আর সেই ভিডিওর ক্যাপশনেই মহাচমক! গওহর লিখেছেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’ তার মাত্র কয়েকদিনের মধ্যে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement