Advertisement
Advertisement

Breaking News

Gadar 2

‘গদর ২’ ছবির টিকিট বিক্রি নিয়ে তুমুল ঝামেলা, সিনেমা হলের বাইরে বোমা বিস্ফোরণ!

কোথায় ঘটেছে এই ঘটনা?

Gadar 2 patna bombs threw in regent cinema hall campus for sunny deol movie ticket black| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 18, 2023 11:05 am
  • Updated:August 18, 2023 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল ও আমিশা প্য়াটেলের গদর ২ ছবি। এই ছবি দেখার জন্য রীতিমতো শোরগোল দর্শকদের মধ্য়ে। আর এবার গদর ২-এর টিকিটের জন্য সিনেমা হলের বাইরে বোমা বিস্ফোরণ।

এক ইংরেজি ওয়েবসাইডে প্রকাশিত খবর অনুযায়ী, পাটনার একটি সিনেমা হলে গদর ২ ছবির টিকিট ব্ল্যাক করা নিয়েই প্রথমে অশান্তি হয়। এমনিতেই টিকিটের চাহিদা রয়েছে। তার উপর ব্ল্যাকে টিকিট বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। হলের মালিক সংবাদমাধ্য়মকে জানিয়েছে, টিকিট জনসাধারণই আমাদের থেকে ন্যায্য দামে কিনুক। ওরা প্রথমে হুমকি দেয়। আমার স্টাফরা তাতেও দুর্বল হবে না। তবে গুরুতর কিছু ঘটেনি। গোটা ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সঙ্গে এও জানিয়েছেন, বোমা বিস্ফোরণ হল থেকে একটু দূরেই ঘটেছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘বই লিখে কী লাভ?’ লেখালেখি থেকে অবসর নেবেন তসলিমা! পোস্ট ঘিরে জল্পনা]

প্রসঙ্গত, মুক্তির আগেই আড়াই কোটির ব্যবসা করা সিনেমা নিয়ে যে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। পয়লা দিনেই বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে ‘গদর ২’। বাইশ বছর পরও একটা সিনেমা নিয়ে যে ভক্তদের মধ্যে এতটা উন্মাদনা থাকতে পারে, সেটা শুক্রবার প্রেক্ষাগৃহের বাইরে উন্মত্ত জনতার ভীড় দেখেই ঠাহর করা গেল। ওপেনিং ডে-তেই ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল সানি দেওলের ‘গদর ২’।

বলিউড সূত্রে রিপোট, ‘গদর ২’র চাহিদা তুঙ্গে থাকায় হলমালিকেরা সকাল এবং মধ্যরাত পর্যন্ত শোয়ের স্লট রাখতে বাধ্য হচ্ছেন। আসলে ‘OMG 2’র সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ায় হলে বেশি স্লট পেতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে, দর্শকরাও ‘গদর ২’ দেখার জন্য সপ্তাহান্ত অবধি অপেক্ষা করতে নারাজ!

[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement