সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ আগস্ট বলিউডের বক্সঅফিসে অক্ষয় কুমার বনাম সানি দেওলের জোর টক্কর হতে চলেছে। একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার বহু প্রতীক্ষিত ছবি। একদিকে পরপর পাঁচটা ফ্লপের মুখে দেখা খিলাড়ি কুমারের ‘OMG 2’, যেখানে শিবদূত জটাধারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে বাইশ বছর পর সুপারহিট ‘গদর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন ‘তারা সিং’ সানি। আর মুক্তির আগেই বক্সঅফিসে দুই সিক্যুয়েল ছবির জোর টক্কর। অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে আছে ‘গদর ২’।
ইতিমধ্যেই, ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সানি দেওলের ছবির। হিসেব করলে রিলিজের আগেই ২.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’। অন্যদিকে বলিউড মাধ্য সূত্রে খবর, অনলাইন অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে দৌঁড়ে পিছিয়ে রয়েছে অক্ষয় কুমার। টিকিট বিক্রির ক্ষেত্রে লাখের কোঠায় হাফ সেঞ্চুরিও পার করতে পারেনি ‘OMG 2’! সবে ৪২ লক্ষ টাকার ব্যবসা করেছেন খিলাড়ি কুমার। যদিও মুক্তির এখনও ১ সপ্তাহ বাকি। তবে অগ্রীম বুকিংয়ে সানি দেওলের ‘গদর ২’ যে গতিতে ছুটছে, আশা করা যায় ২০২৩ সালের বক্সঅফিসে ওপেনিং ডে-তে ব্যবসার নীরিখে তৃতীয় স্থান অধিকার করতে চলেছে এই ছবি। এবার দেখার বিগ ফ্রাইডে রিলিজের ওপেনিং ডে-তে সানি বনাম অক্ষয়ের দৌঁড়ে কে এগিয়ে থাকেন?
প্রসঙ্গত, ‘গদর ২’র ট্রেলারেই বাইশ বছর আগের ‘গদর’ ছবির স্মৃতি উসকে দিয়েছেন সানি দেওল। নতুন লক্ষ্য নিয়ে পাক মুলুকে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছেন ‘তারা সিং’। এবারও দেশপ্রেমের পটভূমিকায় এক প্রেমকাহিনির পরিণতি পর্দায় তুলে ধরবেন তিনি। আর সেই ছবির প্রচারে সম্প্রতি ভারত-পাক সীমান্ত লংগেওয়ালা পোস্টে পৌঁছে গিয়েছিলেন সানি দেওল।
অন্যদিকে, সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য ছাঁটাই হলেও অক্ষয় কুমারের লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তাছাড়া, অতীতে ‘OMG’ যেভাবে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল, সেখানে ‘OMG 2’ সিনেমার থেকে প্রত্যাশাও অনেক বেশি দর্শকদের। এবার দেখার দর্শকরা কার মার্কশিটে বেশি নম্বর বসান?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.