সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই আড়াই কোটির ব্যবসা করা সিনেমা নিয়ে যে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। পয়লা দিনেই বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে ‘গদর ২’। বাইশ বছর পরও একটা সিনেমা নিয়ে যে ভক্তদের মধ্যে এতটা উন্মাদনা থাকতে পারে, সেটা শুক্রবার প্রেক্ষাগৃহের বাইরে উন্মত্ত জনতার ভীড় দেখেই ঠাহর করা গেল। ওপেনিং ডে-তেই ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল সানি দেওলের ‘গদর ২’।
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল সানি দেওলের ‘ঢায় কিলো কা হাত’! ৫৭ বছর বয়সে কিং খান যেখানে অতিমারী উত্তরপর্বে ধুঁকতে থাকা বলিউডের ব্যবসার গ্রাফ ঘুরিয়ে দিয়েছে, সেখানে নবীন প্রজন্মের হিরোদের বক্সঅফিসে রীতিমতো টেক্কা দিয়ে সিনেমা সুপারহিট করে দেখালেন ষাটোর্ধ্ব সানি দেওল।
কিং খানের ‘পাঠান’ যেখানে মুক্তির প্রথম দিনে ৫৭ কোটি টাকা আয় করে শোরগোল ফেলে দিয়েছিল, সেখানে ওপেনিং ডে-তে ৪০ কোটি টাকা আয় করে সানির ‘গদর ২’ তেইশের সুপারহিট সিনেমার তালিকার দ্বিতীয় স্থানে। সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ওপেনিং ডে কালেকশন ছিল মাত্র ১৫ কোটি টাকা। রণবীর কাপুরের ‘তু ঝুটি মে মক্কার’ রিলিজের পয়লা দিনে আয় করতে পেরেছিল মোটে ১৮ কোটি টাকা।
উল্লেখ্য, দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘আদিপুরুষ’কেও পিছনে ফেলে দিয়েছে ‘গদর ২’। বিতর্ককে সঙ্গী করে মুক্তি পাওয়া সেই সিনেমার ভাগ্যে যদিও ৩২ কোটি টাকার শিকে ছিঁড়েছে পয়লা দিনে। তবে এবার ৬৫ বছরের সানির অ্যাকশন-প্যাকড সিনেমা যেভাবে বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে, তাতে ‘গদর ২’র দৌঁড় যে আরও কয়েক সপ্তাহ এগোবে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.