Advertisement
Advertisement

Breaking News

Saurav and Jisshu

‘সিট চাই’, প্লেনের মেঝেতে বসে দাবি সৌরভের, পরিস্থিতি সামলাতে এলেন যিশু, তারপর…

মাঝ আকাশে ধুন্ধুমার কাণ্ড। দেখুন ভিডিও।

Funny flight video of Saurav Das, Jisshu Sengupta and other Bengali Stars | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 4, 2023 4:23 pm
  • Updated:March 4, 2023 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে ধুন্ধুমার কাণ্ড। পছন্দের সিট না পেয়ে প্লেনের মেঝেতে বসে পড়লেন সৌরভ দাস (Saurav Das)। বিমান সেবিকাকে সামনে পেয়েই অভিযোগ জানাতে শুরু করলেন। পরিস্থিতি সামলাতে সিট ছেড়ে উঠে আসতে হল যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta)।

Saurav-At-plane

Advertisement

কোনও সিনেমা বা সিরিজের গল্প নয় এ ঘটনা ঘোর বাস্তব। তবে তা পুরোটাই হয়েছে ঠাট্টার ছলে, মজা করে। আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে রায়পুর গিয়েছিল বাংলার তারকাদের টিম ‘বেঙ্গল টাইগারস’। সেই টিমের সদস্য যিশু, সৌরভ, ইন্দ্রাশিস, বনি, রাহুলের মতো তারকারা। টলিউডের কলাকুশলীরাও রয়েছেন।

[আরও পড়ুন: ‘সাদা সাদা কালা কালা’ গানে নচিকেতা ও চঞ্চলের যুগলবন্দি, ভিডিও দেখে নেটপাড়ায় উল্লাস]

ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। তাতে সৌরভকে প্রথমে বিমানের মেঝেতে বসে অভিযোগ করতে দেখা যাচ্ছে। কখনও ইংরাজি, কখনও বাংলায় সৌরভ প্রশ্ন করছেন, কেন সবসময় পড়ে থাকা সিটটি তাঁকে দেওয়া হয়? বিমান সেবিকা বোঝাবার চেষ্টা করলেও লাভ তেমন হয়নি। মজার ছলে অভিযোগ জানাতেই থাকেন ‘মন্টু পাইলট’।

Saurav-Jissu-1

শেষে সামনের সিট থেকে যিশুকে উঠে আসতে হয়। তিনি সৌরভকে জায়গায় বসিয়ে দেন। পরে আবার সৌরভ অভিযোগ করেন তাঁকে উঠিয়ে দেওয়া হয়েছে। বসার প্রস্তাব পেয়ে আবার শুনিয়ে দেন, টিকিট আপগ্রেড করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধুমাত্র বন্ধুদের জন্য। সৌরভের এমন কাণ্ডকারখানায় বনি, ইন্দ্রাশিস, রাহুলরা হাসতে থাকেন। মজার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই অনুরাগীদের কাছে প্রীতি জানতে চেয়েছেন, “সৌরভ ফ্লাইটের সিটে বসতে চাইছে না কেন?”

[আরও পড়ুন: সম্পর্কের গল্প ‘গুলমোহর’, প্রাপ্তি শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ীর অভিনয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement