অরূপ বসাক, মালবাজার: ডুয়ার্সে শুটিং করতে গিয়ে বিতর্কে জড়াল ‘প্রধান’ ছবির শুটিং টিম। বৃহস্পতিবার সাতসকালে বাতাবাড়ির এক রিসর্টে ‘অতিথি’ হয়ে আসে অজগর। যেখানে দেব-সোহমের সঙ্গে ছিল গোটা টিম। আর ওই অজগর আসতেই অতিরিক্ত উৎসাহিত হয়ে স্থানীয় এক যুবক সাপের পিঠে চড়ে দাঁড়ায়। পাশে তখন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই ভিডিও ভাইরাল হতেই বিপত্তি! যাকে কেন্দ্র করে নিন্দা, সমালোচনার ঝড় ওঠে ডুয়ার্সের পরিবেশপ্রেমী মহলে। যাঁদের একাংশ ওই যুবকের শাস্তির দাবিও জানিয়েছেন।
তবে একধাপ এগিয়ে, ওই যুবকের বিরুদ্ধে গরুমারার বিভাগীয় বনাধিকারিককে লিখিত অভিযোগ জানাল এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার গরুমারা উত্তর রেঞ্জের রেঞ্জারের মাধ্যমে একটি লিখিত অভিযোগপত্র পাঠানো হয় ডিএফওকে। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা করতে হবে। নচেৎ ভবিষ্যতে বন্যপ্রাণীর জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা এমন অন্যান্য পর্যটকদের কাছে খুব সহজ বলে মনে হবে।
অন্যদিকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শিক্ষিত সমাজের কাছে এটা আশা করা যায় না। ভবিষ্যতে এইভাবে বন্যপ্রাণীদের উত্যক্ত করলে আমরা বৃহত্তর প্রতিবাদে শামিল হব।” গরুমারা উত্তর রেঞ্জের রেঞ্জার সুদীপ দে-র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিশেষ কাজে বাইরে রয়েছি। তবে অভিযোগপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.