Advertisement
Advertisement

Breaking News

মারধর করে চোয়াল ভেঙে দিয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ফ্লোরা

#MeToo পদক্ষেপে শামিল হয়েছেন অভিনেত্রী৷

Flora Saini joins #MeToo campaign
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2018 8:50 pm
  • Updated:October 10, 2018 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত৷ সেই নিয়ে কানাঘুষো এখনও চলছে৷ অভিনেত্রীকে সমর্থন করেছেন অনেকেই৷ নেটদুনিয়ায় শুরু হয়েছে #MeToo পদক্ষেপ৷ এবার সেই পদক্ষেপেই শামিল হলেন অভিনেত্রী ফ্লোরা সাইনি৷ রাজকুমার রাও পরিচালিত ‘স্ত্রী’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে৷ প্রযোজক গৌরাঙ্গ দোষির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হলেন ফ্লোরা৷

[যৌন হেনস্তার অভিযোগের জের, রণবীরের ছবি থেকে বাদ বিকাশ]

দীর্ঘদিন ধরেই প্রযোজক গৌরাঙ্গ দোশির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফ্লোরার৷ ২০০৭ সালে ভ্যালেন্টাইন্স ডে-র একটি ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি৷ একটি ছবিও ফেসবুকে পোস্ট করেন ফ্লোরা৷ ওই ছবিটির কথা উল্লেখ করে ফ্লোরা লেখেন, ২০০৭ সালের এটি আমার ছবি৷ তিনি লেখেন, ‘‘প্রযোজক হিসাবে পরিচিত গৌরাঙ্গ দোশিকে আমি ভালবাসি৷ কিন্তু বছরখানেক ধরে আমার সঙ্গে ওর সম্পর্কের অবনতি হয়৷ সে মারধর করে আমাকে৷ মারধরের জেরে থুতনিও ভেঙে যায় আমার৷’’ গৌরাঙ্গ ছিলেন যথেষ্ট প্রভাবশালী৷ তাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগে সরব হওয়া আদৌ ঠিক হবে কি না, তাও বুঝে উঠতে পারেননি ফ্লোরা৷ এমনকী ফ্লোরার নামে বিভিন্ন জায়গায় গৌরাঙ্গ নানা অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ অভিনেত্রীর৷ তাঁর অভিযোগ, গৌরাঙ্গের কারসাজিতে বহু কাজের প্রস্তাবও হাতছাড়া হয় ফ্লোরার৷

Advertisement

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি৷ অপরাধবোধে ভুগতে ভুগতে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন ফ্লোরা৷ জীবনের এই কঠিন মুহূর্তে তিনি পাশে পেয়েছিলেন ঐশ্বর্য রাইকে৷ তাঁর কথাতেই মনের জোর পান ফ্লোরা৷ এরপরই সোশ্যাল মিডিয়া #MeToo পদক্ষেপে শামিল হন তিনি৷ যাঁরা এই পদক্ষেপে অংশ নিয়েছেন তাঁদের সাহসী বলেও উল্লেখ করেন ফ্লোরা৷

[ফের #MeToo-র শিকার অলোক নাথ, এবার সরব অভিনেত্রী সন্ধ্যা]

[‘মামি’ ছাড়লেন অনুরাগ, টুইটারে জানালেন করণ]

বলিউডের একাংশ যখন #MeToo পদক্ষেপে শামিল, তখন বাদ গেলেন না ঐশ্বর্য রাইও৷ সলমন খানের বিরুদ্ধে মানসিক ও শারীরিকভাবে অত্যাচারের অভিযোগে আগেই সরব হয়েছিল তিনি৷ আরও একবার সেকথা নেটিজনদের সামনে তুলে ধরলেন রাইসুন্দরী৷ এদিকে, সংগীত পরিচালক গোপী সুন্দরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগে সরব হলেন এক তরুণী৷ তাঁর অভিযোগ, একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ দেওয়ার অছিলায় গোপী তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন৷ বাড়িতে ডেকে পাঠানো হয় তাঁকে৷ মহিলা জানান, গোপী তাঁকে বলেন বাড়িতে আসলে, তবে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে৷ এমনকী, ওই তরুণীকে ফোনে গোপী হস্তমৈথুনের বিষয়ে গোপী প্রশ্ন করেন বলেও অভিযোগ৷ তাঁর দাবি, গোপীর প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি সুযোগ থেকে বঞ্চিত হন৷

[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement