Advertisement
Advertisement

Breaking News

Ayodhya Ram Mandir

মাঝ আকাশে হনুমান চালিশা জপ বিমানযাত্রীদের, অযোধ্যায় নেমেই ভিডিও শেয়ার মধুরের

রামনাম করে অযোধ্যায় পৌঁছলেন বলিউড পরিচালক।

Flight passengers reciting Hanuman Chalisa, Madhur Bhandarkar shares video | Sangbad Pratidin

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:January 21, 2024 7:22 pm
  • Updated:January 21, 2024 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহা রামের কী মহিমা! অযোধ্যাগামী বিমানে রামভক্ত হনুমানকে স্মরণ যাত্রীদের। রামজন্মভূমিতে নামার আগেই যাত্রীদের মুখে মুখে হনুমান চালিশা জপ। যেন আধ্যাত্মিক সফর। আর সহযাত্রীদের সেই মুহূর্তই নিজের সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar)। যিনি নিজেও ওই একই বিমানে অযোধ্যার উদ্দেশে রওনা হয়েছিলেন।

অযোধ্যার উদ্দেশে যাওয়ার সময়ে বিমানে সহযাত্রীদের উচ্ছ্বাস এবং এনার্জি দেখে মুগ্ধ বলিউড পরিচালক। মধুর ভান্ডারকরের শেয়ার করা ভিডিওতে দেখা গেল, সকলে একসঙ্গে হনুমান চালিশা মন্ত্রজপ করছেন। পরিচালক অবশ্য বসেছিলেন। তবে তাঁদের সঙ্গে সঙ্গ দিতে ভুললেন না। আগেভাগেই শোনা গিয়েছিল যে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে (Ayodhya Ram Mandir inauguration) উপস্থিত থাকবেন মধুর ভান্ডারকর। রবিবার একদিন আগেই পৌঁছে গেলেন অযোধ্যায়। সম্প্রতি, শিল্পী অনুপ জালোটাও বিমান উড়ানে দেরি দেখে শ্রীরাম ভজন করেন। প্রবীণ শিল্পীর সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এককথায়, রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তারকাদের একাংশ বেশ উচ্ছ্বসিত।

Advertisement

[আরও পড়ুন: অনুপম-রণদীপ হুডারা গেলেও অযোধ্যা যাবেন না মোদিভক্ত বিবেক অগ্নিহোত্রী, রামনামে কী সাফাই?]

রাত পোহালেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা। ‘রাম কে নাম’ অযোধ্যায় ইতিমধ্যেই তারকাদের ভিড়। শনিবারই রাজন্মভূমিতে পৌঁছে গিয়েছেন কঙ্গনা রানাউত। রবিবার গেলেন অনুপম খের, রণদীপ হুডা, শঙ্কর মহাদেবন, বিবেক ওবেরয়রা। রামমন্দির উদ্বোধনের দিকে গোটা দেশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lhendup Gyatso (@lhendupgyatso)

[আরও পড়ুন: ‘রাম কে নাম’ অযোধ্যায় রজনীকান্ত, মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ঝামেলা ধনুষের, তবুও সফরসঙ্গী জামাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement