Advertisement
Advertisement

Breaking News

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ৫টি বাংলা ছবি

ছবিগুলি কী কী?

Five bengali movies selected for Panorama section of IFFI 2018
Published by: Sayani Sen
  • Posted:November 1, 2018 5:24 pm
  • Updated:November 1, 2018 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচটি বাংলা চলচ্চিত্রের মুকুটে নয়া পালকের সংযোজন৷ ৪৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিল পাঁচটি বাংলা সিনেমা৷ থাকছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের সিনেমা ‘অব্যক্ত’, অরিজিৎ সিংয়ের ‘সা’৷

[‘জিরো’-র পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির]

২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা৷ এবার এই উৎসবের প্যানোরমা বিভাগে বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা প্রদর্শিত হবে৷ মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই হবে উৎসবের সূচনা৷ তথ্যসম্প্রচার মন্ত্রকের তরফে ছবিগুলির নাম ঘোষণা করা হয়েছে৷ পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন তেরোজন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নেন৷ মূলধারার ছবি হিসাবে প্রবাল চক্রবর্তী পরিচালিত ‘সম্পূরক’ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে৷ তিনটি হিন্দি সিনেমাকে বেছে নিয়েছেন বিচারকরা৷ ‘পদ্মাবত’, ‘রাজি’, ‘টাইগার জিন্দা হ্যায়’-মতো সিনেমাগুলিই মূলত এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে একটি ওড়িয়া এবং ভোজপুরী, আটটি মারাঠি, তিনটি ইংরাজি এবং তিনটি মালায়ালাম ছবি জায়গা করে নিয়েছে৷

Advertisement

[বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’]

পরিচালক বিনোদ গানাত্রার নেতৃত্বাধীন সাত সদস্যের একটি কমিটি নন ফিচার সিনেমাগুলি বেছে নিয়েছে৷ মোট ২১টি ছবি বেছে নিয়েছেন তাঁরা৷ নন-ফিচার ফিল্ম বিভাগে সর্বপ্রথম প্রদর্শিত হবে আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘খারভাস’ ছবিটি৷ ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নেওয়ায় খুশি পরিচালকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement