Advertisement
Advertisement
Jo Lindner Death

আচমকা ঘাড়ে ব্যথা, প্রেমিকার আলিঙ্গনে প্রাণ হারালেন ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার

মাত্র তিরিশ বছর বয়স ছিল জার্মানির যুবকের। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লক্ষ।

Fitness Influencer Jo Lindner Dies at 30 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 2, 2023 11:00 am
  • Updated:July 2, 2023 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা ঘাড়ে ব্যথা। প্রেমিকার আলিঙ্গনে প্রাণ হারালেন ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার জো লিন্ডনার (Jo Lindner)। মাত্র তিরিশ বছর বয়স ছিল জার্মানির যুবকের। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লক্ষ।

Jo-Lindner

Advertisement

জার্মানিতে জন্ম হলেও বেশি কিছদিন ধরে থাইল্যান্ডে ছিলেন জো। বেশিরভাগ ভিডিও শরীরচর্চা এবং জিম নিয়েই থাকত। খাবার এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আলোচনা করতেন তিরিশ বছরের বডিবিল্ডার। অনুরাগীরা তাঁকে জোয়েস্থেটিকস বলে ডাকতেন। জোয়ের মৃত্যুর খবর জানান তাঁর প্রেমিকা নিচা।

Jo Lindner

[আরও পড়ুন: ‘এ কী কথা!…’, ‘শিল্পীর মানহানি’র অভিযোগে প্রযোজক স্নেহাশিসের পাশে অভিনেত্রীরা]

জোয়ের সঙ্গে সঙ্গে কাটানো নানা মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেন নিচা। জানান, অ্যানিউরিজমের কারণে মৃত্যু হয়েছে তিরিশ বছরের যুবকের। উইকিপিডিয়া সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রক্তবাহিকার বাইরের দিকে ফুলে ওঠা একটি বিশেষ অবস্থা অ্যানিউরিজম যাকে বুদবুদ বা বেলুনের সাথে তুলনা করা যায় এবং যা রক্তবাহিকার নির্দিষ্ট কোনো স্থানে, অস্বাভাবিকতা, ও দুর্বলতার কারণে সৃষ্টি হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NICHA (@immapeaches)

নিচার জানান, তিন দিন আগে ঘাড়ে ব্যথা অনুভব করেছিলেন জো। ভেবেছিলেন হয়তো সামান্য কোনও বিষয়। মৃত্যুর দিন প্রেমিকার জন্য একটি সুন্দর চেন এনেছিলেন তিনি। সেটি পরিয়েও দিয়েছিলেন। বিকের চারটের সময় দু’জনের জিমে যাওয়ার কথা ছিল। তাঁর আগে একটু ভালবাসার মুহূর্ত উপভোগ করছিলেন। নিচার আলিঙ্গনেই ছিলেন জো। আচমকা অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। নিচা লিখেছেন, “কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে গেল।” জোয়ের অকাল প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগীরা। ইউটিউব তারকার আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘আলিয়ার কাঁধে এভাবে কেন হাত রাখলেন রণবীর?’, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement