Advertisement
Advertisement

Breaking News

ওয়াঘা সীমান্তে পাকিস্তানের দিকে তাকিয়ে সলমন-ক্যাটরিনা, ব্যাপারটা কী?

কার সঙ্গে ওয়াঘা সীমান্তে দেখা গেল সলমনকে?

First look of Salman's movie 'Bharat'
Published by: Sayani Sen
  • Posted:November 15, 2018 4:56 pm
  • Updated:November 15, 2018 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে এল সলমন খান-ক্যাটরিনা কাইফের বহু প্রতীক্ষিত ‘ভারত’-এর ফার্স্ট লুক৷ প্রথম দর্শনে যদিও নায়ক-নায়িকাকে সামনে থেকে দেখা যায়নি৷ তবে ছবিই যেন এখানে কথা বলছে৷ ওই ছবির মাধ্যমেই ফুটে উঠছে সিনেমার প্রেক্ষাপটের গভীরতা৷

[ভারতীয় সুপারহিরোও বানিয়েছিলেন মার্ভেল খ্যাত স্ট্যান লি! কী নাম জানেন?]

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ‘ভারত’ -এর ফার্স্ট লুক শেয়ার করেছেন ‘ভাইজান’৷ ছবিতে দেখা গিয়েছে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন দুজনেই৷ সলমনের পরনে নীল কোর্ট৷ লাল রঙের শাড়ি পড়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা৷ তাঁর গায়ে রয়েছে একটি নীল রঙের শাল৷ দুজনেই দাঁড়িয়ে রয়েছেন ওয়াঘা সীমান্তের কাছে৷ তাকিয়ে রয়েছেন পাকিস্তানের দিকে৷

Advertisement

[কীভাবে ‘রসগোল্লার কলম্বাস’ হলেন নবীন ময়রা? ট্রেলারেই দেখুন]

মজার বিষয় হল এটি ওয়াঘা সীমান্ত নয়৷ কারণ এই সীমান্তে শুটিংয়ের অনুমতি পায়নি টিম ‘ভারত’৷ নিরাপত্তার স্বার্থে বিএসএফ নাকি অনুমতি দেয়নি টিমকে৷ তাই বাধ্য হয়েই একেবারে ওয়াঘা সীমান্তের মতোই তৈরি হয়েছে শুটিং সেট৷ পাঞ্জাবের বালওয়াল গ্রামে ভারত-পাকিস্তান সীমান্তকেই দেওয়া হয়েছে ওয়াঘার রূপ, একথা জানান ছবির কলাকুশলীরা৷

এর আগে ‘ভারত’-এর শুটিংয়ের একটি দৃশ্যও ইনস্টাগ্রামে পোস্ট করেন সলমন৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#Bharat @bharat_thefilm

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

[আকাশে এবার ‘গান ফাইট’, কবে শুরু রিয়ালিটি শো?]

সলমন খান এবং আলি আব্বাস জাফরের যৌথ প্রয়াসেই তৈরি হচ্ছে ‘ভারত’৷ সলমনের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকেই প্রথমে বাছা হয়েছিল৷ কিন্তু নিক জোনাসের সঙ্গে বাগদানের পরিকল্পনা থাকায় ‘ভারত’ ছবি অভিনয় না করার সিদ্ধান্ত নেন ‘পিগি চপস’৷ প্রিয়াঙ্কার সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ হন ‘ভাইজান’৷ প্রিয়াঙ্কার সিদ্ধান্ত মানতে পারেননি তিনি৷ এরপরই তার জায়গায় ক্যাটরিনাকে বেছে নেন সলমন৷ জোরকদমে চলছে ‘ভারত’ ছবির শুটিং৷ আপাতত পাঞ্জাবের বালওয়াল গ্রামেই চলছে শুটিং৷ এছাড়াও এই সিনেমায় রয়েছেন দিশা পাটানি, তাব্বু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার-সহ আরও অনেকে৷সলমনের ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে সাফল্য পেয়েছিল৷ ‘ভারত’ সবার মন কাড়বে বলেই আশা গোটা টিমের৷ এই সিনেমা দেখার অপেক্ষাতে রয়েছেন অনুরাগীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement