সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ছবিতে রাজকুমার রাও, হুমা কুরেশি ও রাধিকা আপ্টে। তিন তারকাকে নিয়েই ‘মনিকা, ও মাই ডার্লিং’ (Monica, O My Darling) তৈরি করেছেন পরিচালক ভাসান বালা। স্ট্রিমিং জায়েন্ট Netflix-এর পক্ষ থেকে প্রকাশ করা হল ছবির চরিত্রদের ফার্স্টলুক। শুটিংয়ের একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তাতেই ইনটেন্স লুকে দেখা যাচ্ছে প্রত্যেককে। যেন কিছু একটার জন্য ফন্দি আঁটছেন তিন মূর্তি।
বুধবার ৩৫ বছরে পা দিলেন হুমা কুরেশি (Huma Qureshi)। সেই উপলক্ষ্যেই হয়তো এই ফার্স্টলুক প্রকাশ করা হল। এর আগে ‘মহারানি’ সিরিজে রানি ভারতীর চরিত্রে দেখা গিয়েছিল হুমাকে। নতুন এই ছবিতে সেই ইমেজ থেকে একেবারে বেরিয়ে এসেছেন হুমা। ‘মনিকা, ও মাই ডার্লিং’য়ে তাঁকে মডার্ন লুকেই দেখা যাচ্ছে। রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) চরিত্রটির হাতে দেখা যাচ্ছে ছোট একটি রোবট। মনে করা হচ্ছে সিনেমায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ রাধিকা আপ্টের (Radhika Apte) ছবিতেও সেটি দেখা যাচ্ছে।
Lights, camera, action! 🎬
Monica, O My Darling is now filming 🥳@RajkummarRao @humasqureshi @radhika_apte @sikandarkher @akansharanjan #SukantGoel #BagavathiPerumal #ZaynMarieKhan @MatchboxShots @Vasan_Bala #YogeshChandekar @Sanjayroutray @saritagpatil @Diksshar pic.twitter.com/Hg7KOIMb0O— Netflix India (@NetflixIndia) July 28, 2021
রাজকুমার-হুমা-রাধিকা ছাড়াও সিনেমায় রয়েছে কিরণ খেরের ছেলে সিকন্দর খের (Sikandar Kher), আকাঙ্খা রঞ্জন, সুকান্ত গোয়েল, ভাগবতী পেরুমল, জায়ান মেরি খান। উল্লেখ্য, সম্পর্কে আমির খানের ভাগ্নী হন জায়ান মেরি খান। মাল্টি স্টারার এই কাস্ট নিয়েই নতুন ছবির গল্প সাজিয়েছেন পরিচালক ভাসান বালা। এর আগে ‘মর্দ কো দর্দ নেহি হোতা’র (Mard Ko Dard Nahi Hota) মতো অ্যাকশন কমেডি তৈরি করেছিলেন ভাসান। নেটফ্লিক্সের ‘রে’ সিরিজের (Ray Series) ‘স্পটলাইট’ গল্পটি তিনি পরিচালনা করেছিলেন। যাতে মুখ্য ভূমিকায় ছিলেন হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন এবং আকাঙ্খারঞ্জন কাপুর।
‘মনিকা, ও মাই ডার্লিং’ কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, ছবির নাম ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কারবাঁ’ (Caravan) সিনেমার ‘পিয়া তু আব তো আজা’ গানের কথা মনে করায়। আর ডি বর্মনের সুরে গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। আর পারফর্ম করেছিলেন হেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.