Advertisement
Advertisement

Breaking News

রাগিনি এমএমএস ২.২: টপলেস হয়ে শুরুতেই উত্তেজনার পারদ চড়ালেন এই নায়িকা

জানেন কে এই ‘বম্বশেল’?

First look of Ragini MMS 2.2 starring Karishma Sharma released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2017 2:23 pm
  • Updated:September 28, 2019 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছে ‘রাগিনি এমএমএস’। তবে বড়পর্দায় নয় এবারে এমএমএস কাণ্ড হবে ওয়েব সিরিজে। ‘রাগিনি এমএমএস ২.২’। এই নামেই নিজের সফল সিরিজকে ফিরিয়ে আনতে চলেছেন প্রযোজক একতা কাপুর। প্রথম ঝলকেই নেটদুনিয়ার উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর এই সাম্প্রতিক ওয়েব সিরিজ।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করা হয়েছে একতার ‘অল্ট বালাজি’র পক্ষ থেকে। সেই সঙ্গে একটি প্রশ্ন রাখা হয়েছে নেটিজেনদের জন্য। ‘কে এই বম্বশেল?’ এই প্রশ্নের উত্তর অল্প সময়েই খুঁজে বের করেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। জানা গিয়েছে, ওয়েব সিরিজে রাগিনির ভূমিকায় দেখা যাবে করিশ্মা শর্মাকে। ছবিতে বিশেষ ভূমিকায় থাকছেন রিয়া সেনও।

[গোয়ার সমুদ্র সৈকত বিকিনিতে মাতিয়ে দিলেন এই অভিনেত্রী]

একতার হাতেই তৈরি করিশ্মা। কাজ করেছেন একতার ‘ইয়ে হ্যায় মহব্বতে’, ‘পবিত্র রিস্তা’র মতো সিরিয়ালে। ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’-তেও দেখা গিয়েছে করিশ্মাকে। তবে আজকাল ইনস্টাগ্রামেই বেশি জনপ্রিয় ছোটপর্দার এই নায়িকা। সেখানেও বেশ সাহসী মেজাজে ধরা দিয়েছেন তিনি।

Hi guys I’m finally on twitter, follow me and send some love ❤️

A post shared by karishma sharma (@karishmasharma22) on

People are afraid of themselves, of their own reality; their feelings most of all. People talk about how great love is, but that’s bullshit. Love hurts. Feelings are disturbing. People are taught that pain is evil and dangerous. How can they deal with love if they’re afraid to feel? Pain is meant to wake us up. People try to hide their pain. But they’re wrong. Pain is something to carry, like a radio. You feel your strength in the experience of pain. It’s all in how you carry it. That’s what matters. Pain is a feeling. Your feelings are a part of you. Your own reality. If you feel ashamed of them, and hide them, you’re letting society destroy your reality. You should stand up for your right to feel your pain. -Jim Morrison Shot by- @ag.shoot

A post shared by karishma sharma (@karishmasharma22) on

২০১১ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘রাগিনি এমএমএস’। সে ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাজকুমার রাও ও কায়নাজ মোটিভলা। এর চার বছর পর মুক্তি পায় ‘রাগিনি এমএমএস ২’। পর্দায় রাগিনি রূপে অবতীর্ণ হন সানি লিওন। সঙ্গী ছিলেন সাহিল প্রেম ও প্রবীণ দাবাস। তবে সাহসী হওয়ার দৌড়ে নাকি এবার দুই নায়িকাকে অনেকটাই পিছনে ফেলতে চলেছেন একতার এই তুরুপের তাস।

[ফের প্রেমে পড়েছেন শুভশ্রী! এবার কার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement