Advertisement
Advertisement

Breaking News

Bonny Sengupta

বনির হাতে বন্দুক, পাশে কৌশানি, ‘রাতের শহরে’ বিপাকে পড়লেন জুটি?

একের পর এক ছবিতে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি জুটি বনি ও কৌশানি।

First Look of Bonny Sengupta and Koushani Mukherjee New Movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 9, 2022 5:08 pm
  • Updated:July 9, 2022 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবিতে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি জুটি বনি কৌশানি। কয়েকদিন আগে যে জুটির ব্রেকআপ নিয়ে টলিউড সরগরম হয়ে উঠেছিল, সেই গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে বনি ও কৌশানি বুঝিয়ে দিলেন, শুধু বাস্তবে নয়। পর্দাতেও তাঁদের জুটি ভাঙতে পারবে না কেউ।

এবার প্রকাশ্যে এল এই জুটির নতুন ছবি ‘রাতের শহর’ ছবির লুক। ছবির প্রথম ঝলকেই নজর কাড়লেন বনি ও কৌশানি। ছবির পরিচালক সায়ন বসু চৌধুরী। ছবিতে বনি কৌশানি ছাড়াও রয়েছেন অলোকানন্দা গুহ। SS3 Entertainmen ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছে স্যাভি ও অমিত মিত্র।

Advertisement

ছবিতে প্রায় মধ্যরাতে একটি স্টেশনে দেখা হয় বনি ও কৌশানির। কৌশানিকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় বনি। তারপরই কাহিনিতে টুইস্ট। এরকমই রহস্য মোড়া গল্প বলবে ‘রাতের শহর’। 

Bonny-Koushani

প্রসঙ্গত, একের পর এক ছবিতে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি জুটি বনি (Bonny Sengupta)-কৌশানি ( Koushani Mukherjee)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই জুটির নতুন ছবি ‘অন্তর্জালে’র পোস্টার। আর অন্যদিকে, ঘোষণা হল বনি-কৌশানি জুটির নতুন ছবি ‘শুভ বিজয়া’র। ছবির পরিচালক রোহন সেন।

[আরও পড়ুন: চোরাশিকারিদের হাত থেকে জঙ্গল বাঁচাবে আদিবাসী মেয়ে! আসছে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’]

উত্তর কলকাতার বনেদি বাড়ির গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ছবি ‘শুভ বিজয়া’। এই ছবিতে দম্পতির ভূমিকায় অভিনয় করতে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ‌্যায় ও কৌশিক গঙ্গোপাধ‌্যায়। তাঁরা এই বাড়ির অভিভাবক। এঁদের ছেলে-ছেলের বউয়ের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ‌্যায়কে। এ ছাড়া ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ‌্যায়, মধুরিমা বসাক, দেবতনু, অমৃতা দে প্রমুখ।

‘শুভ বিজয়া’ এমন এক পরিবারের গল্প বলবে, যে পরিবার সময়ের সঙ্গে অনেকটাই আলগা হয়ে গিয়েছে। কিন্তু একটি ঘটনা সেই ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া পরিবারকে একত্রিত করবে। দুর্গাপুজোর প্রেক্ষাপটে সম্পর্কের কাহিনি নিয়ে এই ছবির চিত্রনাট‌্য বোনা হয়েছে। মুক্তির পরিকল্পনা পুজোর পরে। ছবির মিউজিকের দায়িত্বে অনিন্দ‌্য চট্টোপাধ‌্যায়, স‌্যাভি ও রণজয়। প্রসঙ্গত, রোহন এর আগে ‘এ ভাবেই গল্প হোক’ এবং ‘অপরাজিতা’ ছবিটি পরিচালনা করেছেন। খুব শীঘ্রই তাঁর এই নতুন ছবির শুটিং শুরু।

তবে শুধু এই ছবিই নয়। শোনা যাচ্ছে, পরিচালক হরনাথ চক্রবর্তী এই জুটিকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন আরেকটি ছবি। হরনাথ চক্রবর্তী যে ধরনের প্রেমের ছবি বানিয়ে থাকেন, এই ছবিও সেই ঘারানার। শোনা গিয়েছে, হরনাথের এই ছবিতে বনি-কৌশানি ছাড়াও থাকতে পারে নতুন মুখ। মূলত, প্রেম, বিচ্ছেদ ও বিরহের গল্পই বলবে হরনাথের এই ছবি।

[আরও পড়ুন: ক্যানসারকে হারিয়ে পর্দায় ফিরছেন ‘জিয়নকাঠী’র ঐন্দ্রিলা, সঙ্গে বয়ফ্রেন্ড ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচীও]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement