সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত আরও এক। এমন খবরই পাওয়া গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও। তাতে বিল্ডিংয়ের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। কিন্তু গায়ক কেমন আছেন?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন উদিত। জানান, তিনি সুস্থ আছেন। তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মুম্বইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘A’ বিভাগে তাঁর ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘B’ বিভাগে। সঙ্গীতশিল্পী জানান, সোমবার রাত নটা নাগাদ আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে সকলে মিলে আবাসনের নিচে নেমে আসেন। ঘণ্টা কয়েক পরে আগুন নেভার খবর পান। তারপর ফ্ল্যাটে ফেরেন।
Fire at Skypan Apartments, SAB TV lane, Andheri West.
Shot by a friend from her window.
It’s high time Andheri West gets a Fire Station.
Veera Desai Road has so much space. A well equipped center can easily be set up if there’s political will.@AndheriLOCA pic.twitter.com/9mGZHuFesv
— AnuP 🇮🇳📽 (@anupsjaiswal) January 6, 2025
কিন্তু আগুন লাগল কীভাবে? দুটি কারণের কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, কোনও বৈদ্যুতীন সরঞ্জাম খারাপ হয়েই বিপত্তি। আরেক পক্ষের বক্তব্য, কোনও ফ্ল্যাটে প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রদীপের শিখা থেকে জানলার পর্দায় আগুন লেগে যায়। তাতেই ভয়াবহ কাণ্ড ঘটেছিল। ‘B’ বিভাগে রাহুল শর্মা নামে এক ব্যক্তির দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর এক আত্মীয় আহত।
প্রসঙ্গত, গত বছরের শেষে গায়ক শানের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বান্দ্রা ওয়েস্ট এলাকায় শানের আবাসন। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুটো নাগাদ সেখান থেকে দমকল দপ্তরে খবর যায়। জানানো হয়, আবাসনে আগুন লেগে গিয়েছে। সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। ঘটনায় একজন আহত হয়েছিলেন। তবে শান ও তাঁর পরিবারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.