Advertisement
Advertisement
Stree 2

‘স্ত্রী ২’-এর কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! পুলিশের হাতে আটক অভিযুক্ত

১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ভারতেই আয় করেছে ৪২৬ কোটি টাকারও বেশি।

FIR against 'Stree 2' choreographer Jani Master for alleged assault
Published by: Akash Misra
  • Posted:September 16, 2024 6:54 pm
  • Updated:October 6, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পর এবার বলিউডেও যৌন হেনস্তার অভিযোগ। তাও আবার অভিযোগ উঠল ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী ২’-এর টিম মেম্বারের উপর! খবর অনুযায়ী, ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিয়োগ্রাফি করেছেন শেখ জানি বাসা। যিনি ইন্ডাস্ট্রিতে জানি মাস্টার নামেও খ্যাত। ২১ বছর বয়সি এক তরুণীই এই জনি মাস্টারের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জানি মাস্টার তাঁকে হেনস্তার করেছেন বলে অভিযোগ। তরুণীর কথা অনুযায়ী, একাধিকবার জনি মাস্টারের হাতে যৌন নিগ্রহ হয়েছে এই তরুণী।

মূলত, তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই কেরিয়ার শুরু করেন জনি। একাধিক জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ গানে কোরিওগ্রাফি করে বলিউডেও সুপারহিট তিনি। শুধু তাই নয়, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’ গানেরও কোরিওগ্রাফি করেছিলেন তিনি। আপাতত, পুলিশি হেফাজতে রয়েছেন জনি মাস্টার।

Advertisement

১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ভারতেই আয় করেছে ৪২৬ কোটি টাকা। প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মস-এর তরফে শেয়ার করা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে ৫০৫ কোটি টাকার ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে ৭৮.৫ কোটি টাকা আয়। সবমিলিয়ে দশ দিনে ৫০০ কোটি টাকার উপরে ব্যবসা করল ‘স্ত্রী ২’। হিন্দি বলয়ের ক্ষেত্রে যা কিনা রেকর্ড ব্যবসা। এই অঙ্ক ছুঁতে শাহরুখ খানের ‘জওয়ান’-এর যেখানে ১১ দিন, ‘পাঠান’-এর ১২ দিন লেগেছিল, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এরও লেগেছিল ১১ দিন, সানি দেওলের ‘গদর’ ১২ দিনে এই অঙ্কের ব্যবসা করতে পেরেছিল, সেখানে মোটে দশ দিনেই ৫০০ কোটির ক্লাবে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement