Advertisement
Advertisement

Breaking News

Sahil Khan

মহিলাকে হেনস্তা ও ক্রমাগত হুমকি, অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে দায়ের এফআইআর

'স্টাইল' ও 'এক্সকিউজ মি' ছবিতে দেখা গিয়েছিল সাহিল খান।

FIR against actor Sahil Khan for threatening woman at Mumbai gym| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 20, 2023 2:27 pm
  • Updated:April 20, 2023 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সাহিল খান। এক মহিলাকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার অভিযোগে সাহিল খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মুম্বইয়ের ওশিয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। হেনস্থা ও হুমকির অভিযোগের সঙ্গে জোরজুলুম করে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে।

অভিযোগকারিণীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা ও তাঁর বান্ধবীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল তাঁর । তার পর থেকেই নাকি তাঁকে ক্রমাগত হেনস্থা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে সাহিলের হাতে। এমনকী, সোশ্য়াল মিডিয়াতেও মহিলার নামে মানহানিকর পোস্ট করতেন সাহিল বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ফের সলমনকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের, ‘পাশে থাকলে তুমিও মরবে’, হুঁশিয়ারি রাখিকেও ]

তবে এই প্রথম নয়। এর আগেও সাহিলের নামে এক জিম ট্রেনারকে আত্মহত্য়ার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বলিউডের পর্দা থেকে একেবারেই গায়েব সাহিল। মিস্টার ইন্ডিয়া খেতাব জেতার পর ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর, দিল্লি হাই কোর্টে ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের বচ্চন পরিবারের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement