সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারসীয় সন্ধেয় বহুপ্রতীক্ষিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত (Filmfare OTT Awards 2024) করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, মণীষা কৈরালা, অনন্যা পাণ্ডে, সঞ্জয় লীলা বনশালি-সহ আরও অনেকে। তিনটে ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হল। ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত হীরামণ্ডির। ঠিক তার পরেই রয়েছে গানস অ্যান্ড গুলাবস। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন করিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ। একনজরে দেখে নিন তালিকা-
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪
সিরিজ ক্যাটাগরি
সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)
ফিল্ম ক্যাটাগরি
সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: করিনা কাপুর (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)
ক্রিটিকস ক্যাটাগরি
সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.