Advertisement
Advertisement
Filmfare Awards 2024 Winners

ফিল্মফেয়ারে সেরা রণবীর-আলিয়া, শাহরুখ-দীপিকাদেরও টেক্কা! বিক্রান্ত-রানিরও বাজিমাত

কে, কোন ক্যাটাগরিতে কাকে হারিয়ে সেরা হলেন? একনজরে তালিকা।

Filmfare Awards 2024 Winners: Ranbir Kapoor, Alia Bhatt, Wins Best Actor, Best Film 12th Fail | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:January 29, 2024 10:04 am
  • Updated:January 29, 2024 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৯তম ফিল্ম ফেয়ারে কাপুরদের দাপট। বলিউডের সবথেকে বড় অ্যাওয়ার্ড সেরিমনিতে (Filmfare Awards 2024) জয়জয়কার রণবীর-আলিয়ার। রবিবার সন্ধেয় ফিল্ম ফেয়ারের আসরে তাঁরাই যেন হয়ে উঠেছিলেন ‘রাজা-রানি’। নেচে-গেয়ে আসর তো মাতালেনই। তার সঙ্গে ঝুলিতে একাধিক পুরস্কার নিয়েও বাড়ি ফিরলেন তারকা দম্পতি। এমনকী তেইশের সবথেকে বেশি ব্যবসা দেওয়া শাহরুখ খানকেও টেক্কা দিলেন অ্যানিম্যাল রণবীর কাপুর। এদিকে দীপিকা পাড়ুকোনকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন আলিয়া ভাট।

কে, কোন ক্যাটাগরিতে কাকে হারিয়ে সেরার সেরা হলেন? একনজরে রইল তালিকা- (Filmfare Awards 2024 Winners)

Advertisement

সেরা সিনেমা (পপুলার)- টুয়েলভথ ফেল
পরাস্ত- জওয়ান, ওএমজি ২, পাঠান, রকি অউর রানি

সেরা সিনেমা (ক্রিটিকস)- জোরাম
পরাস্ত- টুয়েলভথ ফেল, সাম বাহাদুর, জিগাটো, থ্রি অফ আস, ভিড়, ফরাজ

সেরা পরিচালক- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
পরাস্ত- অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

সেরা অভিনেতা- রণবীর কাপুর (অ্যানিম্যাল)
পরাস্ত- রণবীর সিং (রকি অউর রানি), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (সাম বাহাদুর)

সেরা অভিনেতা (ক্রিটিকস)- বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
পরাস্ত- অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ অহলাট ( থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভিড়), ভিকি কৌশল (সাম বাহাদুর)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (রকি অউর রানি)
ভূমি পেড়নেকর (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আডবানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডাঙ্কি)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)- শেফালি শাহ (থ্রি অফ আস), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
দীপ্তি নাভাল (গোল্ড ফিশ), ফতিমা সানা শেখ (ধক ধক),  শায়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগাটো)

সেরা সহ-অভিনেতা- ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ-অভিনেত্রী- শাবানা আজমি (রকি অউর রানি)
সেরা লিরিকস- অমিতাভ ভট্টাচার্য (জরা হটকে জরা বাঁচকে)
সেরা মিউজিক অ্যালবাম- অ্যানিম্যাল
সেরা গায়ক- ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি)
সেরা গায়িকা- শিল্পা রাও (বেশরম রং)
সেরা গল্প- অমিত রাই (ওএমজি ২)
সেরা চিত্রনাট্য- টুয়েলভথ ফেল
সেরা সংলাপ- রকি অউর রানি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement