Advertisement
Advertisement

Breaking News

Filmfare Awards 2022

ফিল্মফেয়ারে সেরা রণবীর সিং, কৃতী স্যানন ও ভিকি, দেখে নিন পুরস্কার প্রাপকদের তালিকা

ফিল্মফেয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীও।

Filmfare Awards 2022 full list of winners | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 31, 2022 3:35 pm
  • Updated:August 31, 2022 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে মঙ্গলবার হয়ে গেল জমজমাট জনপ্রিয় ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বেছে নেওয়া হল ২০২১ সালে সেরা বলিউড ছবি, অভিনেতা, অভিনেত্রীসহ, গত বছরের বিনোদন জগতের সেরা মানুষদের। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে নজর কেড়েনিল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণির অভিনীত ছবি ‘শেরশাহ’ (Shershaah) এবং ভিকি কৌশলের ‘সর্দার উধম সিং’ (Sardar Udham )। ফিল্মফেয়ারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এই দুই ছবি।

এবারে ফিল্মফেয়ারে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীও। ফিল্মফেয়ার অনুষ্ঠান থেকে ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ ও মিমি।

Advertisement

[আরও পড়ুন: হাজতে গিয়েই বুকে ব্যথা! হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেতা কমল আর খানকে]

দেখে নিন ফিল্মফেয়ারে এবার সেরার তালিকা-

সেরা ছবি- শেরশাহ (Shershaah)
সেরা ছবি (ক্রিটিক)- সর্দার উধম (Sardar Udham)
সেরা অভিনেতা – রণবীর সিং (৮৩)

সেরা অভিনেত্রী- কৃতী স্যানন চক্রবর্তী (মিমি)

সেরা অভিনেত্রী (ক্রিটিক)- বিদ্যা বালন (শেরনি)

সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা সহঅভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা সহঅভিনেত্রী- সাই তামহানকর (মিমি)

সেরা সংগীত পরিচালক- শেরশাহ

সেরা গীতিকার- কৌসর মুনির (৮৩)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)


সেরা গায়ক- বি প্রাক (শেরশাহ)
সেরা গায়িকা- অশেস কৌর (শেরশাহ)

লাইফটাইম অ্যাচিভমেন্ট- সুভাষ ঘাই

সেরা গল্প- অভিষেক কাপুর, সুপ্রতীক সেন, তুষার পরনজপে (চণ্ডীগর করে আশিকি)

সেরা ডেবিউ ডিরেক্টর- সীমা পাওয়া (রামপ্রসাদ কি তেরভি)

সেরা ডেবিউ অভিনেত্রী- শর্বরী ওয়াগ (বান্টি অউর বাবলি ২)

সেরা অভিনেতা- ইহান ভাট (৯৯ সঙস)

[আরও পড়ুন: জন্মদিনে মদ্যপানের ভিডিও ভাইরাল করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement