সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম তাঁর কার্তিকচন্দ্র পাল। সংক্ষেপে কেসি পাল। তাঁর এক অদ্ভুত বিশ্বাস আছে। ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’। শুনতে আজব লাগলেও এই ধারণা আঁকড়ে বসে রয়েছেন তিনি। তাঁকে নিয়েই সিনেমা বানিয়ে গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছিলেন পরিচালক অরিজিৎ বিশ্বাস। এবার সেই ছবি দর্শকের জন্য মুক্তি পেতে চলেছে।
যুবক বয়সে সেনাবাহিনীকে কর্মরত ছিলেন কেসি পাল। কিন্তু নিজের তত্ত্ব সবার মধ্যে ছড়িয়ে দিতেই বোধহয় সেনাবাহিনীর চাকরিতে ইস্তফা দেন। স্থান হয় শহরের ফুটপাতে। কলেজ স্ট্রিট, হেস্টিংস-সহ শহরের অনেক জায়গায় নিজের বিশ্বাসের কথা দেওয়ালে লিখে দেন তিনি। প্রায় চল্লিশ বছর ধরে নিজের তত্ত্বের কথা নিজের হাতে শহরের বিভিন্ন জায়গায় লিখছেন। কখনও পোস্টার লিখে দেওয়ালে সাঁটাচ্ছেন, কখনও আবার ল্যাম্পপোস্টের গায়ে কালি দিয়ে ছোট-ছোট করে লিখে দিচ্ছেন ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’। কোথাও আবার লিখছেন পৃথিবী কোনও গ্রহ নয়, পৃথিবী হল নিভে যাওয়া নক্ষত্র। রাস্তাঘাট তো বটেই, কলকাতা বইমেলাতেও কেসি পালকে নিজের তত্ত্বের কথা প্রচার করতে দেখা গিয়েছে। অনেকে বলছেন, একবিংশ শতাব্দীতে এমন বিশ্বাস আঁকড়ে বসে থাকা খুব একটা সুস্থ মানসিকতার পরিচয় নয়। এনিয়ে বহুদিন বহু লোকের কাছে অপমানিত হতে হয়েছে তাঁকে। কেউ কেউ তো বিরক্ত হয় ‘দু পেয়ে গরু’ও বলে দিয়েছেন তাঁকে। কিন্তু তাতে বিশ্বাস টলেনি কেসি পালের। নিরলস ভাবে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালে তিনি লিখে গিয়েছেন ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’।
কেন তাঁর এই যুক্তি, তা নিয়ে একটি বইও লিখেছেন তিনি। নাম ‘দ্য সান গোজ অ্যারাউন্ড দ্য আর্থ ওয়ান্স’। পরিচালক অরিজিৎ বিশ্বাসও তাঁর ছবির নাম রেখেছেন এটাই। ‘সৃর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’। তিনি জানিয়েছেন, এমন একটা ঘটনা যা সত্যি নয়, তা দিনের পর দিন আঁকড়ে বসে থাকা সহজ নয়। নিজের উপর এতটাই আস্থা কেসি পালের যে জীবন সায়াহ্নে এসেও এতটুকুও নিজের তত্ত্ব থেকে নড়েননি তিনি। নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখার বিষয়টিকে তুলে ধরতেই কেসি পালের আত্মজীবনী বানানোর কথা মাথায় আসে তাঁর। যদিও ছবিতে চরিত্রের নাম রাখা হয়েছে টিসি পাল।
পরিচালকের এটি প্রথম বাংলা ছবি। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এই ছবিটির জন্য সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। তারপর হাত দেন হিন্দি ছবিতে। ‘অন্ধাধুন’ ছবির চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন এবছর। ছবিতে কে সি পালের চরিত্রে অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্য। এছাড়া রয়েছেন চিরঞ্জিৎ ও অঞ্জন দত্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.