Advertisement
Advertisement

Breaking News

সমকামে ‘সুপ্রিম’ স্বীকৃতি, ঐতিহাসিক রায় নিয়ে কী জানালেন সেলেবরা?

এবার প্রয়োজন প্রচার, সচেতনতার৷

Film fraternity hails SC decriminalizing Article-377

ছবি: অরিজিৎ সাহা

Published by: Sayani Sen
  • Posted:September 6, 2018 4:28 pm
  • Updated:September 6, 2018 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা দীর্ঘ লড়াই, আন্দোলন৷ আন্দোলনের মাঝে অসম্মান, অপমান কিছু কম সহ্য করতে হয়নি আন্দোলনকারীদের৷ সেই ক্ষত ব্যথা দিয়েছে৷ মন ভেঙেছে৷ আবার মনের জোর সঞ্চয় করে শুরু হয়েছে লড়াই৷ হাল ছাড়েননি কেউ৷ অবশেষে ‘সুপ্রিম’ স্বীকৃতি৷ সর্বোচ্চ আদালতের রায়ে বৃহস্পতিবার থেকে বৈধ সমকাম৷ এবার থেকে আর গোপনীয়তা নয়৷ প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের দুজন মানুষ বিনা বাধাতেই আবদ্ধ হতে পারেন যৌন সম্পর্কে৷ এই স্বীকৃতিতে বহুদিন পর মিলল জয়ের আনন্দ৷ সুপ্রিম কোর্টের যুগান্তকারী, অত্যন্ত প্রগতিশীল রায়ে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা৷

[সমকামিতা কোনও অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

শরতেও যেন তাঁদের মনে অকাল বসন্ত৷ রামধনু রংয়ের ঝিলিক দিচ্ছে আন্দোলনকারীদের মনে৷ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন সকলেই৷ সুপ্রিম নির্দেশে উচ্ছ্বসিত পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরাও৷ সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা৷

Advertisement

[মুক্তির দিন, যুগান্তকারী রায়ে উচ্ছ্বসিত রূপান্তরকামী বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা]

টুইটে সমকামীদের শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর৷ যুগান্তকারী রায়ে নির্দিষ্টভাবে কোনও মানুষ নয়, জয়ী হল গণতন্ত্র, টুইটে এই ভাষাতেই নিজের প্রতিক্রিয়া জানান তিনি৷

 

বলিউড থেকে টলিউড৷ সর্বত্রই শুধু জয়ের উচ্ছ্বাস৷ সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ভেসে বেড়াচ্ছে প্রতিক্রিয়া৷ ৩৭৭ ধারাকে বিদায় জানিয়ে, জয়ের আনন্দে ভাসছেন সকলেই৷ প্রতিক্রিয়ার মাঝে সকলের মনেই ভেসে উঠেছে ঋতুপর্ণ-র কথা৷ বহু আলোচনা, বহু জল্পনার পর ‘সুপ্রিম’ রায়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়াতে ভেসে উঠেছে ঋতুপর্ণ-র কখা৷ তিনি লিখেছেন, আজ ঋতুপর্ণ বেঁচে থাকলে, শহরে উৎসব হত৷

 

৩৭৭ ধারাকে হাসি মুখে বিদায় জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও৷

 

সর্বোচ্চ আদালতের স্বীকৃতির পরই অ্যাকাডেমি চত্বরে জমায়েত হন সমকামীরা৷ সেখানেই আনন্দে মেতে ওঠেন ফ্যাশন ডিজাইনার নীলও৷ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আজকের পর থেকে কোনও সমকামী আর মুখ ঢেকে বেরোবে না৷ তাঁরা আর অপরাধী নয়৷ যাঁরা শুরু থেকে লড়াই করেছিলেন তাঁদের জন্য গর্ব অনুভব করছি৷’’

[‘আজ সেই সব মানুষের স্বীকৃতি পাওয়ার দিন, ঋতুপর্ণ বেঁচে থাকলে খুশি হতেন’]

প্রাচীন ভারতে সমপ্রেম প্রচলিত ছিল৷ ক্যাথলিক মত অনুযায়ী, প্রজননের স্বার্থহীন যৌনতাকে পাপ বলে গণ্য করা হয়৷ তাই ইংরেজদের আমল থেকে তা অবৈধ বলেই গণ্য হয়৷ কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর স্বীকৃতি মিলেছে৷ এবার প্রয়োজন প্রচার, সচেতনতার৷ যাতে মধ্যযুগীয় এই অন্ধকারকে মানুষের মন থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া যায়৷

ছবি: অরিজিৎ সাহা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement