Advertisement
Advertisement

Breaking News

Arun Roy

গুরুতর অসুস্থ ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়, ভর্তি হাসপাতালে

ক্যানসারে আক্রান্ত পরিচালক।

Film Director Arun Roy admitted to hospital | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 22, 2023 4:50 pm
  • Updated:December 22, 2023 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ দেবের ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায় (Arun Roy)। তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের কড়া নজরে রয়েছেন পরিচালক।

গত আগস্ট মাসে জানা যায়, ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। খবর অনুযায়ী, পরিচালক অরুণ রায়ের খাদ্য়নালীতে ক্যানসার ধরা পড়েছে। প্রথম স্টেজেই ক্য়ানসার ধরা পড়েছে তাঁর। চিকিৎসক তাঁকে কেমোথেরাপির পরামর্শ দিয়েছিলেন। তবে পরিচালক অরুণ রায় কিন্তু এই নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না।

Advertisement

[আরও পড়ুন: দুষ্টের দমন, শিষ্টের পালন! কেমন হল দেবের ‘প্রধান’? পড়ুন রিভিউ]

সেই সময় ঘনিষ্ঠমহলে তিনি জানিয়ে ছিলেন, তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্য়া নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন তিনি। এমনকী, তিনি জানিয়েছেন, তাঁর এই অসুস্থতা কাজের বাধা হবে না। তাই বাঘা যতীন ছবির শুটিং করেছেন মন দিয়েই। কয়েকদিন আগে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শুটিং শেষ করেছেন পরিচালক।

[আরও পড়ুন: ‘শাহরুখ জিন্দাবাদ! কিন্তু জাতি যেন ভুলে না যায়…’, ‘ডাঙ্কি’ ঝড়ে বাংলার দর্শককে কী মনে করালেন জীতু?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement