সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পরিচালক অনীক দত্ত। মঙ্গলবার সকালে তাঁকে ভরতি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। অনীক দত্তকে রাখা হয়েছে আইসিইউতে।
পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনীক দত্ত (Anik Dutta) দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্য়ায় ভুগছিলেন। দিন কয়েক আগেই রুটিন চেকআপ করাতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তবে সোমবার রাতে হঠাৎই অসুস্থবোধ করেন অনীক। তারপরই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।
অনীক ঘনিষ্ঠরা জানিয়েছেন, রবিবার এক ফিল্মের অনুষ্ঠানে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানে মঞ্চে উঠতে, নামতে কষ্ট হচ্ছিল তাঁর। নজর পড়েছিল সবারই। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যা হচ্ছিল তাঁর। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.