সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ জনপ্রিয় ফিল্ম সমালোচক তরন আদর্শ। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফিল্ম সমালোচককে রাখা হয়েছে ভেন্টিলেশনে। তবে হাসপাতাল থেকে এখনও এই বিষয়টি নিশ্চিত করা হয়নি।
তরন আদর্শের ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তরন। সম্প্রতি তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলেও খবর। বুধবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে।
বিনোদন জগতে সমালোচক হিসেবে খুবই জনপ্রিয় তরন আদর্শ। দীর্ঘদিন নানা পত্র-পত্রিকায় তাঁর লেখা ছবির রিভিউ প্রকাশিত হয়েছে। বলিউডের ট্রেন্ড সমীক্ষক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় তিনি। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান যে, হাসপাতালে শুয়েই শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি নিয়ে নানারকম খবর শেয়ার করতেন সোশাল মিডিয়ায়। নিজের অসুস্থতার খবরও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তরন।
Thank you everyone for the concern and wishes… Had been battling a health ailment for several years now, but it got worse last fortnight… Underwent a surgery and am currently recovering at the hospital… God willing, I will be back to work soon… Thank you once again, genuinely…
— taran adarsh (@taran_adarsh) December 14, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.