Advertisement
Advertisement

Breaking News

Fighter Box Office

পাঁচদিনে দেড়শো কোটি আয় করল ‘ফাইটার’! এই ছবির জন্য কত টাকা নিয়েছেন হৃতিক-দীপিকা?

'ফাইটার' ছবির বাজেট ২৫০ কোটি টাকা।

'Fighter' box office Day 5: Hrithik-Deepika's film eyes Rs 150 crore in India| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 30, 2024 12:36 pm
  • Updated:January 30, 2024 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন ভালো, কেউ বলছেন বেশ খারাপ। হৃতিক-দীপিকার ফাইটার ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এমনকী, বক্স অফিসের অঙ্কেও খুব একটা বেশি ম্যাজিক দেখাতে পারছে ফাইটার। হিসেব বলছে, ছবির মুক্তির পাঁচদিনে ফাইটার ঝুলিতে পুরেছে দেড়শো কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রবিবারই ফাইটার ব্যবসা করেছিল ১২০ কোটি টাকার। তখন থেকেই জানা গিয়েছিল এই ছবি সপ্তাহের শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে।

[আরও পড়ুন: নির্ঘাত পরকীয়া! ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে রণবীরের মাখোমাখো নাচ, ভিডিও ঘিরে শোরগোল ]

Advertisement

ফাইটার ছবির টিজার, ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ ছিল এই ছবির। একদিকে পুলওয়ামা, বালাকোট, অন্যদিকে সিনেপর্দায় হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল অনুরাগীরা। আশা ছিল, এই ছবি শুরুতেই বাম্পার ব্যবসা করবে। তবে ট্রেলার দেখে যতটা ফাইটার ঝড় বয়েছিল, ছবি মুক্তির পর তেমন ঝড় চোখে পড়েনি। তবে প্রশংসিত হয়েছে হৃতিক ও দীপিকার কেমিস্ট্রি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে দীপিকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৪ কোটি টাকা। অন্যদিকে, হৃতিকের পারিশ্রমিক ৮৪ কোটি। সব মিলিয়ে ফাইটার ছবির বাজেট ২৫০ কোটি টাকা।

[আরও পড়ুন: উত্তমকুমারের সঙ্গে ছবি শেয়ার জিনাতের, সুচিত্রা সেন কোথায়? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement