Advertisement
Advertisement
Rituparna Sengupta

রাজনীতিতে ঋতুপর্ণা! অভিনেতা ফিরদৌসের মন্তব্যে জল্পনা তুঙ্গে

কী বলেছেন ফিরদৌস?

Ferdous Ahmed requests Rituparna Sengupta to join politics| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 23, 2024 10:37 am
  • Updated:February 23, 2024 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্য়েই গুঞ্জন রটে যায়, টলিউডের ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি রাজনীতিতে পা দিচ্ছেন। তবে বরাবরই এমন খবরকে ফুৎকারে উড়িয়ে দেন অভিনেত্রী। কিন্তু এবার সেই গুঞ্জনের আগুনে যেন বারুদ ঢাললেন অভিনেতা ফিরদৌস!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানেই তাঁর সঙ্গে দেখা অভিনেতা ফিরদৌসের। তবে ফিরদৌস এখন আর শুধুই অভিনেতা নন, বরং বাংলাদেশের নির্বাচনে জিতে আওয়ামি লিগের সাংসদও।

Advertisement

[আরও পড়ুন: রাজনৈতিক দল খুলেই ‘দিলদরিয়া’ থলপতি বিজয়, শয়ে শয়ে লোক খাইয়ে বস্ত্র বিতরণ নেতার]

ঋতুপর্ণার খুব ভালো বন্ধু ফিরদৌস। এই সাংবাদিক বৈঠকে ঋতুপর্ণার সঙ্গে দেখা হওয়ার পর একসঙ্গে আড্ডা দেন, ছবিও তোলেন। বাংলাদেশের সংবাদমাধ্যমকে ফিরদৌস জানান, ”ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) আমি প্রায় ২৫ বছর ধরে চিনি। খুব কাছ থেকে দেখেছি ঋতুপর্ণাকে। মানুষকে নিয়ে ভীষণ ভাবে, মানুষের পাশে থাকে ঋতুপর্ণা। মানব সেবার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সব আছে ওর। আমি ঋতুপর্ণার থেকে অনেক শিখেছি। ওর কাজ আমায় প্রভাবিত করেছে।” ফিরদৌস আরও বলেন, “আমি চাইব মানবকল্যাণের জন্য যেন ঋতুপর্ণা আমার দেখানো পথেই হাঁটেন। রাজনীতিতে আসেন।” তবে গুঞ্জন রটলেও এই নিয়ে ঋতুপর্ণা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে নিয়ে মুসৌরিতে আমির, ডিভোর্সের পরও অটুট বন্ধন! ছেঁকে ধরল ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement