Advertisement
Advertisement
Rahool Mukherjee

প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবি পরিচালনায় কি থাকছেন রাহুল? ৫ আগস্ট জানাবে ফেডারেশন

টলিপাড়ায় জট কাটলেও রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের রাশ রইল ফেডারেশনের হাতেই।

Federation will decide fate of director Rahool Mukherjee on August 5

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2024 7:55 pm
  • Updated:July 31, 2024 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকেই ফের পুরনো ছন্দে ফিরেছে টলিউড। লাইট, ক্যামেরা, অ্যাকশনের হাঁকডাক! সেই আবহেই শুরু হয়েছে একাধিক থমকে যাওয়া ধারাবাহিক, সিনেমা, সিরিজের শুটিং। তবে মঙ্গলবারই জানা গিয়েছিল যে, এসভিএফ প্রযোজিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের পুজোর সিনেমার শুটিং শুরু হবে দিন কয়েক বাদে। বুধবার জানা গেল, রাহুল মুখোপাধ্যায়ই (Rahool Mukherjee) এই সিনেমার পরিচালকের আসনে থাকছেন কিনা, সেই সিদ্ধান্ত ফেডারেশন নেবে।

আগামী ৫ আগস্ট ফেডারেশনের তরফে জানা যাবে এসভিএফ পুজো রিলিজের সিনেমা রাহুলই পরিচালনা করছেন কিনা। বলাই বাহুল্য, টলিপাড়ার জট কাটলেও রাহুল মুখোপাধ্যায়ের ‘শাপমোচন’ এখনও ঘটেনি! মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষমেশ ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব মিটেছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তাতে ইতি টেনেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সোজা নবান্ন থেকে মমতার নির্দেশ, ‘কাউকে ব্যান করা যাবে না।’ তবে মুখ্যমন্ত্রীর তরফে এহেন নির্দেশ আসার পরও রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের রাশ রইল ফেডারেশনের হাতেই। পুজোর সিনেমা পরিচালনা করতে পারবেন কিনা? সেটা জানা যাবে আগামী ৫ তারিখ।

Advertisement

[আরও পড়ুন: সারা রাত হাসপাতালে জাহ্নবীর পাশে হবু শাশুড়ি! ‘প্রেমিক’ শিখরের মায়ের যত্নেই সুস্থ অভিনেত্রী?]

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধে নাগাদ স্টুডিওপাড়ায় সংবাদমাধ্যমকে দেব জানিয়েছেন, “এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে, কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে।” অন্যদিকে, পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা রিভিউ কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে রিভিউ কমিটিতে থাকছেন, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস প্রমুখ।

[আরও পড়ুন: ‘বারবার ম্যানেজার…’, আধার কার্ডের অফিসে হেনস্তার শিকার জনপ্রিয় পরিচালক হনসলের মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement