Advertisement
Advertisement

Breaking News

Sara Sengupta

নতুন শহরে ভয় গ্রাস করছে সারা সেনগুপ্তকে! কী এমন ঘটল যিশুকন্যার জীবনে?

নিজের জীবনের কোন অধ্যায়ের কথা শোনালেন সারা?

Fear gripped Sara in the new city, what had happened with Jisshu's girl
Published by: Manasi Nath
  • Posted:March 19, 2025 3:27 pm
  • Updated:March 19, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেলিংয়ের দুনিয়ায় নিজের যোগ্যতায় ইতিমধ্যেই বেশ পরিচিত হয়ে উঠেছেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্ত। সম্প্রতি তিনি এক পোশাক বিপণির মুখ হয়ে উঠেছেন। দেশজুড়ে সংস্থার একাধিক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সারার ছবি। বাড়ি ছেড়ে পেশার টানে ইদানীং তাঁকে প্রায়শই চেনা গণ্ডির বাইরে থাকতে হয়। তবে এবার পেশার টানে পাকাপাকি ভাবে মুম্বইতে পাড়ি দিয়েছেন সারা। নতুন শহরে নতুন কাজে কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন সারা?

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে কখনওই পছন্দ করেন না সারা। তবে এই প্রথম সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের জীবনের অনেক কথাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনাকন্যা। ভিডিওবার্তায় জীবনের নতুন অধ্যায় শুরুর কথাও জানিয়েছেন নিজমুখে। “আমি বরাবরই নিজের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেই স্বচ্ছন্দ। তবে এই প্রথম কাজের জন্য বাড়ি পরিবার মা বোন সকলকে ছেড়ে একটা নতুন শহরে থাকতে এসেছি। এখানে আমাকে নিজের কেরিয়ার তৈরি করতে হবে। আমি জানি এখানেও আমি সহকর্মী বন্ধু সবই পাবো। কিন্তু তা সত্ত্বেও এক অজানা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কীভাবে নতুন শহরে একা একা নিজেকে মানিয়ে নেব, সেই চিন্তাই কাজ করছে মনের মধ্যে।” চেনা জীবন ছেড়ে নতুন জীবনে পা রাখলে ভয় আর ইতস্তত ভাব থাকাটা যে স্বাভাবিক সেকথাও স্বীকার করেছেন সারা।

Advertisement

এর পাশাপাশি ভিডিওতে অন্যদের প্রতি তাঁর পরামর্শ, “পরিবার, বন্ধু, পোষ্যকে নিয়ে জীবন খুবই আরামের। কিন্তু তার বাইরেও একটা জীবন আছে। কাজের জন্য সেই জীবনটাও মেনে নেওয়া উচিত। ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বরং ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। এবং ভালো মন্দ যাই আসুক, সেই জীবনটাও উপভোগ করতে হবে। আমিও প্রতিনিয়ত সেই চেষ্টাই করে চলেছি।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Sengupta (@sarasenguptaa)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement