সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে তাঁর ঢুকতে মানা। সেই কবে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)। যে ফাওয়াদ খানে একসময় বুঁদ ছিলেন এদেশের মহিলারা। তবে ভারতে আসছেন না তো কী হয়েছে, পাকিস্তানের সিনেমার পর্দায় উজ্জ্বল আধিপত্য ফাওয়াদের। আর সেই প্রতিবেশী দেশ থেকেই এবার নতুন খবর ছড়িয়ে পড়ল এদেশে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল ফাওয়াদ খানের নতুন ছবির লুক। ছবির নাম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’। ছবির পরিচালক বিলাল লাশারি। খবর অনুযায়ী, এই ছবি এ যাবৎ পাকিস্তানের সবচেয়ে খরুচে সিনেমা। তথ্য বলছে, এই ছবির বাজেট ৬০ কোটি টাকা থেকে ৭০ কোটি টাকা মতো।
২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক। একেবারে নতুন অবতারে চমকে দিয়েছিলেন ফাওয়াদ খান। এই ছবির আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলি আব্বাসি। সিনেপর্দায় এই দুজনের টক্করই এই ছবির আসল ইউএসপি। করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায়। শেষমেশ ২০২২ সালের অক্টোবরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।
এই ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এই মাহিকেই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করতে। এমনকী, মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। সেই মাহিরা খানও বলিউডে আর ছবি করতে পারেননি। তবে এদেশেও মাহিরা ও ফাওয়াদ সমান জনপ্রিয়।
View this post on Instagram
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.