Advertisement
Advertisement
Fawad Khan

কাটল ৮ বছরের বনবাস, বলিউডে প্রত্যাবর্তন পাক তারকা ফাওয়াদ খানের!

বলিউডে ফিরছেন 'নিষিদ্ধ' ফাওয়াদ খান। সঙ্গী কোন নায়িকা?

Fawad Khan to make Bollywood comeback after 8 years: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:July 3, 2024 8:00 pm
  • Updated:July 3, 2024 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের কথা। পাকিস্তানি শিল্পীরা বলিউডে নিষিদ্ধ হওয়ার পর পয়লা শিকে ছিঁড়েছিলেন আতিফ আসলাম। এবার সেই পথ ধরেই ফের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন ‘হ্যান্ডসাম হিরো’ ফাওয়াদ খানের (Fawad Khan)। সুদর্শন চেহারা নিয়েই আসমুদ্র হিমাচলের নারীদের মনে ঝড় তুলেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। তাই পাক শিল্পীরা নিষিদ্ধ হওয়ার পর থেকেই তরুণীদের মন ভেঙেছিল যে, ফাওয়াদকে আর বলিউডি পর্দায় না দেখতে পাওয়ার দুঃখে! তবে এবার ৮ বছরের বনবাস কাটিয়ে বলিউডে ফিরছেন অভিনেতা। এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান।

সূত্রের খবর, এবার বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউড ছবিতে ফিরতে চলেছেন ফাওয়াদ খান। খুব শিগগিরিই সেই ছবির শুটিং শুরু হবে লন্ডনে। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শেষ। যদিও এই ছবি নিয়ে নির্মাতারা খুব একটা মুখ খুলতে নারাজ। প্রযোজনা সংস্থার তরফে গোপনীয়তা বজায় রাখার নির্দেশ রয়েছে। রম-কম ঘরানার সিনেমায় জুটি বাঁধবেন ফাওয়াদ খান এবং বাণী কাপুর। কীভাবে ভাগ্যের ফেরে মনভাঙা দুজন মানুষের দেখা হয়? সেই নিয়েই গল্প। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু। শেষ হওয়ার কথা নভেম্বর মাসে। গত নভেম্বরেই পাক শিল্পীদের উপর থেকে নিষিদ্ধের খাড়া তুলে নেওয়ার রায় দিয়েছিল সুপ্রীম কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: গলায় সাপ জড়িয়ে চুমু! দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া, দেখুন ভিডিও]

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছিল সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে সেই শাপমোচন হলেও বিশেষ কোনও পাক শিল্পীকে ভারতীয় সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। কিন্তু সেই ঘটনার পর প্রথম আতিফ আসলাম বলিউডে কাজ করেছেন। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য গান রেকর্ড করেছেন তিনি। যে খবর প্রকাশ্যে আসতেই রে রে করে উঠেছিল রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা। এবার ফাওয়াদ খানের প্রত্যাবর্তনের কথা শুনে তেমন কোনও ঘটনা ঘটে কি না? সেদিকে চোখ থাকবে সকলের।

[আরও পড়ুন: সাংসদ কঙ্গনাকে চড় মেরে নির্বাসিত! ‘অভিশাপে’ কোথায় বদলি হলেন মহিলা জওয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement