সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ধারাবাহিক বরাবরই এদেশে সমাদৃত। এমনকী, পাকিস্তানের অভিনেতা ও অভিনেত্রীদেরও বেশ পছন্দ এদেশের মানুষদের। তাই সীমানায় উত্তেজনা যাই থাকুক না কেন, পাকিস্তানের সিনেমা, সিরিজ নিয়ে দারুণ উৎসাহ এদেশে। আর সেই আবেগকে সঙ্গে নিয়েই এবার ওটিটিতে হাজির হচ্ছে নতুন পাকিস্তানি সিরিজ। যেখানে অভিনয় করবেন ফাওয়াদ খান, মাহিরা খান এবং সমন সইদ।
এই তিন তারকা পাকিস্তানের পাশাপাশি ভারতেও দারুণ জনপ্রিয়। বিশেষ করে ফাওয়াদ খান। ‘জিন্দেগি গুলজার হ্য়ায়’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয় সনম ও ফাওয়াদের জুটি। অন্যদিকে, হামসফর ধারাবাহিক থেকে জনপ্রিয় হয় মাহিরা খান ও ফাওয়াদ জুটি। এই জনপ্রিয় তিন তারকাই এবার একসঙ্গে আসতে চলেছেন ওটিটির নতুন সিরিজে।
২০১৩ সালে প্রকাশিত উর্দু উপন্যাস ‘জো বাঁচে হ্যায় সঙ্গ সমেট লো’ অবলম্বনে তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল এই সিরিজ়। খবর, পাকিস্তান ছাড়াও ইটালির বিভিন্ন জায়গায় শুটিং হতে চলেছে এই সিরিজের। খবর অনুযায়ী, নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.