Advertisement
Advertisement
Ranveer Singh

অন্তঃসত্ত্বা দীপিকাকে একা বাড়িতে রেখে পার্টিতে মজে রণবীর! ভিডিও ভাইরাল

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা।

Father-to-be Ranveer Singh Performs ‘Apna Time Aayega’ Wildly on Bar Table at Party
Published by: Akash Misra
  • Posted:April 6, 2024 1:09 pm
  • Updated:April 6, 2024 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন রণবীরের কাণ্ড। কয়েকমাস বাদেই তাঁর আর দীপিকার সংসারে আসবে নতুন সদস্য। কিন্তু হবুবাবা রণবীরের সে জ্ঞান নেই। বিন্দাস হয়ে নেচেই চলেছেন নাইট ক্লাবে। আর জোরে জোরে গাইছেন ‘আপনা টাইম আয়েগা…!’

সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে রণবীর সিং নাইট ক্লাবের বার টেবিলে উঠে চিৎকার করে গাইছেন ‘আপনা টাইম আয়েগা…!’। নাচছেন গানের তালেও। তাঁকে এরূপে দেখে আপ্লুত তাঁর ভক্তরা। তবে নেটপাড়ার একাংশ বলছেন, অন্তঃসত্ত্বা দীপিকাকে ছেড়ে মোটেও পার্টি করা উচিত নয় রণবীরের। রণবীরকে নিজের ফূর্তি ছেড়ে দীপিকার দিকে নজর রাখার পরামর্শ দিলেন নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর]

Ranveer knows how to light up a party. He is at stylist Eka Lakhani’s party
byu/HotTeaCofee inBollyBlindsNGossip

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা। অভিনেত্রীর ‘কাল্কি ২৯৮৯ এডি’ রিলিজের অপেক্ষায়। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ শুটিং শুরুর অপেক্ষায়।

সূত্রের খবর, মুম্বইয়ে সন্তানের জন্ম দেবেন না বলিউড ‘মস্তানি’। তাহলে কি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির মতো দীপবীরও বিদেশে পাড়ি দিচ্ছেন? না, তেমনটা নয়। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা দীপিকা মুম্বই ছেড়ে বেঙ্গালুরু যাচ্ছেন। সেখানে মা-বাবার কাছেই থাকবেন এই সময়টা। আর বেঙ্গালুরুতেই ভূমিষ্ঠ হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা।

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement