Advertisement
Advertisement
Dev

অসুস্থ তারকা সাংসদ দেবের বাবা, ভর্তি হাসপাতালে

বাবাকে দেখতে হাসপাতালে অভিনেতা।

Father of Dev admitted to hospital, actor visited
Published by: Sayani Sen
  • Posted:August 21, 2024 11:14 pm
  • Updated:August 21, 2024 11:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ তারকা সাংসদ দেবের বাবা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাবাকে দেখতে হাসপাতালে অভিনেতা। ছুটি কাটিয়ে বুধবারই শহরে ফিরেছেন দেব ও রুক্মিণী। 

Dev
বাবাকে দেখতে হাসপাতালে দেব

দিনকয়েক শহরে ছিলেন না। বিদেশের কোনও এক মরুশহরে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। তাই গত রবিবার যখন সিনেপাড়ার শিল্পীরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে শহরের রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই প্রতিবাদী মিছিলে অংশ নিতে পারেননি। উত্তাল পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় শরীরচর্চার ছবি পোস্ট করে আক্রমণের শিকার হতে হয়েছে তারকা সাংসদকে। ছুটিতে থাকলেও রুক্মিণী মৈত্রের সোশাল মিডিয়ায় একাধিক প্রতিবাদী পোস্ট দেখা গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]

‘খাদান’-এর টিজার লঞ্চ করার কথা ঘোষণা করেও এমন আবহে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন দেব। জানিয়েছেন, “আর জি কর হাসপাতালে এমন ভয়ানক ঘটনার জেরে আমরা দুঃখিত। এই রকম ঘটনার তীব্র বিরোধিতা জানিয়ে ‘খাদান’ টিমের তরফে আমরা আপাতত টিজার প্রকাশ্যে না নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, নির্যাতিতা যেন বিচার পান। নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল।” এই পোস্টের পর ছুটিতে থাকায় আর কোনওরকম প্রতিক্রিয়া দিতে পারেননি দেব। যার জেরে তাঁকে ঘিরে সমালোচনাও কম হয়নি! তবে স্বাধীনতা দিবসে নিজে উপস্থিত না থাকলেও ঘাটালে চব্বিশ হাজার গাছ পড়ুয়াদের মধ্যে বিতরণ করিয়েছেন। এমনকী নিজস্ব সংসদীয় এলাকায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করিয়েছেন কথামতো।

[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement