Advertisement
Advertisement
Don 3

‘ডন ৩’-এ রণবীরের ‘জংলি বিল্লি’ কে? জানিয়ে দিলেন পরিচালক ফারহান আখতার

কবে মুক্তি পাবে এই ছবি?

Farhan Akhtar welcomes Kiara Advani to 'Don 3'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 20, 2024 3:47 pm
  • Updated:February 20, 2024 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডন ৩’ ছবিতে শাহরুখের জুতোয় পা দিয়েছেন রণবীর সিং। তবে ছবিতে ‘জংলি বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়ার জায়গা কে নেবেন, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পরিচালক ফারহান আখতার। জানা গেল, ‘ডন ৩’ ছবিতে রণবীরের ‘জংলি বিল্লি’ হচ্ছেন কিয়ারা আডবাণী।

ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন ছবিতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্থ দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, “ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।” কিন্তু এবার দেখার, ‘ডন ৩’ ছবিতে কী চমক দেন রণবীর সিং?

[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement