Advertisement
Advertisement
Don 3 Ranveer Singh

‘রণবীর ভীষণ নার্ভাস’! ‘ডন ৩’র কাস্টিং বিতর্ক তুঙ্গে উঠতেই মাঠে নামলেন ফারহান

'ডন' হয়ে তুমুল কটাক্ষের মুখে রণবীর সিং। সাহস জোগালেন পরিচালক ফারহান আখতার।

Farhan Akhtar on criticism for casting Ranveer in 'Don 3': He's really nervous...| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 16, 2023 4:13 pm
  • Updated:August 16, 2023 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে ‘ডন ৩’র টিজার। আর পয়লা ঝলকেই ‘ডন’ হিসেবে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং! ধেয়ে আসছে একের পর এক কটাক্ষবাণ! কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্থ দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ, ‘ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।’ এবার চলতি বিতর্কের মাঝেই নতুন ডনের হয়ে মাঠে নামলেন পরিচালক ফারহান আখতার খোদ।

ফারহান বলছেন, “রণবীর দারুণ কাজ করবে বলেই আমার বিশ্বাস।” ‘ডন ৩’র টিজার ঘোষণার পর থেকেই নেটপাড়ায় যেভাবে সমালোচনা শুরু হয়েছে, সেই বিতর্ক নজর এড়ায়নি পরিচালকের! যিনি এর আগে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পর পর ২টো হিট ছবি উপহার দিয়েছিলেন শাহরুখ খানকে সঙ্গী করে। তবে এবার কাস্টিং বদল হওয়ায় কিং খানের দর্শক-অনুরাগীরা বেজায় চটে গিয়েছেন। অতঃপর তাঁরা নেটপাড়ায় গালমন্দ করতেও ছাড়ছেন না। এবার সেই প্রেক্ষিতেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ফারহান আখতার।

Advertisement

[আরও পড়ুন: ‘OMG 2’ হিট! ‘ফ্লপ অভিনেতা’র তকমা ঘুচতেই প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে ডাকলেন অক্ষয়]

স্মৃতির সরণিতে হেঁটে ফারহান জানালেন, “আগে যখন শাহরুখ খানকে ডনের চরিত্রে কাস্ট করছিলাম, তখন ওঁর সঙ্গে অমিতাভ বচ্চনের তুলনা করেও কম কটাক্ষ শুনতে হয়নি। এরপরই পরিচালকের মন্তব্য, রণবীর সিং দারুণ অভিনেতা। তৃতীয় পর্বের জন্য ওই সেরা। আপনারা ভাবতেও পারবেন না, ও কতটা উত্তেজিত ডন নিয়ে। সেইসঙ্গে নার্ভাসও। কারণ, বড় অভিনেতার পায়ে জুতো গলাতে হচ্ছে ওঁকে। শাহরুখ খানের সময়ও ঠিক এই একইরকম আবেগের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সকলেই প্রশ্ন তুলেছিলেন, ওহ মাই গড! অমিতাভ বচ্চনের বদলে ‘ডন’-এর চরিত্রে অন্য কাউকে কীভাবে কাস্ট করতে পারো?”

এরপরই ফারহান আখতারের সংযোজন, “একজন অভিনেতা কীভাবে ডন-এর চরিত্র নিজস্ব স্টাইলে উপস্থাপন করবেন, এটা তাঁর বিষয়। আর রণবীরের মধ্যে সেই দক্ষতা যথেষ্ট রয়েছে। আমার মনে, এবার এই চিত্রনাট্য কিংবা সিনেমাটা ঠিকভাবে দাঁড় করানোর দায়িত্বটা আরও বেড়ে গেল আমার। ২০২৫ সালের আগে শুটিং শুরু হচ্ছে না। আর যথেষ্ট সময় রয়েছে। রণবীর ঠিক নিজেকে তৈরি করে নেবে।” পরবর্তী ‘ডন’ কে হচ্ছেন? এই বিষয়ে দর্শক-অনুরাগীদের কৌতূহল মেটাতেই ফারহান আগেভাগে টিজার প্রকাশ্যে এনেছেন বলে জানালেন।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল Gadar 2! ৫ দিনেই পেরোল ২০০ কোটির গণ্ডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement