Advertisement
Advertisement
Cinematograph Act

সেন্সরের পরেও সিনেমায় কাঁচি চালাতে নয়া আইন আনতে চলেছে কেন্দ্র! ক্ষুব্ধ বলিউড

কী কী বাধানিষেধ আরোপ করতে চলেছে কেন্দ্র?

Farhan Akhtar, Anurag Kashyap sign open letter against proposed changes to Cinematograph Act | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 30, 2021 1:21 pm
  • Updated:June 30, 2021 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেম্যাটোগ্রাফ আইনে (Cinematograph Act  ) বদল আনতে চেয়ে এবার নতুন বিতর্কের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মোদি সরকারের  তরফ থেকে সিনেম্যাটোগ্রাফ সংশোধনী বিল ২০২১-এর খসড়া প্রকাশ করা হয়েছে। আর সেই খসড়া থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতিমধ্যেই সিনেমায় সরকারের এভাবে হস্তক্ষেপ এবং বাক স্বাধীনতার বিরুদ্ধচরণ করায় গর্জে উঠেছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা। খসড়া দেখে রীতিমতো চমকে উঠেছেন তাঁরা।

তা কী রয়েছে খসড়াতে?

Advertisement

খসড়া বিল অনুযায়ী, সেন্সরের উপরে গিয়ে সরকারের হাতে আসতে চলেছে ‘সুপার সেন্সর পাওয়ার’ অর্থাৎ সিনেমা সেন্সরের কাছ থেকে ছাড়পত্র পেলেও, সিনেমার প্রর্দশন বন্ধ করে ফের সেই ছবিকে সেন্সরে জন্য পাঠাতে পারে কেন্দ্র। নতুন এক ধারা প্রয়োগ করে সেন্সরের সিদ্ধান্তকে বদলের ক্ষমতা নিজের হাতে রাখতে চলেছে সরকার।

[আরও পড়ুন: মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল! জমে ক্ষীর বলিউডের নতুন প্রেম]

সিনেমায় সার্টিফিকেশনের ক্ষেত্রেও বড়সর রদবদল আনতে চলেছে কেন্দ্র। আরও শ্রেণী বিভাজন ঘটিয়ে ইউ-এ/ ৭ প্লাস, ইউ-এ/ ১৩ প্লাস, ইউ-এ/ ১৬ প্লাস করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । শুধু তাই নয়, এতদিন সেন্সরের কোনও সিদ্ধান্ত পরিচালক বা প্রযোজকের অপছন্দ হলে, তাকে চ্যালেঞ্জ করার জন্য ছিল অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এটিকে একেবারে বাতিল করা হচ্ছে।

এই খসড়া প্রকাশ পেতেই মোদি সরকারের বিরুদ্ধে বিতর্কের ঝড় উঠেছে বলিউডে। একে একে এই খসড়ার বিরুদ্ধে মুখ খুলছেন সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা। এমনকি, পরিচালক আদুর গোপালকৃষ্ণণ (Adur Gopalkrishnan), বিশাল ভরদ্বাজ (Vishal Bharadaj),  অভিনেতা কমল হাসান (Kamal Hassan), ফারহান আখতার (Farhan Akhtar), অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi), নন্দিতা দাশ (Nandita Das), ফারহান আখতার (Farhan Akhtar), জোয়া আখতারেরা (Zoya Akhtar) এই খসড়ার বিরুদ্ধে সরকারের কাছে এক খোলা চিঠিও পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই তাঁরা জানিয়েছেন এভাবে গণতন্ত্রে আঘাত করা মোটেই উচিত নয়। এর বিরোধিতা হবেই!

[আরও পড়ুন: বিয়ের আগেই মা হচ্ছেন ফ্রিডা পিন্টো, হবু বরের সঙ্গে ছবি পোস্ট অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement